বর্ধমান: মাও নেতা বসছেন পিএইডি-র ইন্টারভিউয়ে। খবরটা সামনে আসতেই একেবারে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। শেষে রেজাল্ট বের হতে দেখা গেল তিনি একেবারে ‘ফার্স্ট বয়’। ভর্তি হতে যাবেন, এমন সময় শোনা গিয়েছিল গোটা প্রক্রিয়াই নাকি স্থগিত করে দেওয়া হয়েছে। তাতে শুরু হয় নতুন শোরগোল। প্রশাসনিক মহলেও বাড়তে থাকে চাপানউতোর। কথা হচ্ছে মাও নেতা অর্ণব দামকে নিয়ে। যার পিএইচডি-র জটিলতা কাটাতে আসরে নেমে গিয়েছিলেন খোদ কুণাল ঘোষের মতো নেতারা। এগিয়ে এসেছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, কারামন্ত্রী অখিল গিরি। অবশেষে জট কাটল বলেই জানতে পারা যাচ্ছে।
সূত্রের খবর, দীর্ঘ জটিলতার পর আগামী সোমবার মাও নেতা অর্ণব দাম পিএইচডিতে ভর্তি হবেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। ইতিমধ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ইতিহাস বিভাগের তরফে আগামী সোমবার ভর্তির নোটিস দেওয়া হয়েছে। এদিকে ৮ জুলাই এমনই এক নোটিস দিয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল আপাতত বন্ধ থাকছে ভর্তি প্রক্রিয়া। কিন্তু, ঠিক কী কারণে মন সিদ্ধান্ত তা নিয়ে জলঘোলা হতে থাকে। নানা মহল থেকে প্রশ্ন ওঠে উপাচার্যের ভূমিকা নিয়ে। শোনা যায় তাঁর ‘সদিচ্ছাতেই’ দেওয়া হয়েছিল ওই নোটিস। আসরে নামেন কুণালরা। সাফ বলে দেন, ‘ওকে তো পিএইচডি করিয়ে তবেই ছাড়ব’। এরইমধ্যে নতুন বিজ্ঞপ্তি ঘিরে নতুন চর্চা শিক্ষ মহলের অন্দরে। ইতিহাস বিভাগের মেধা তালিকা অনুযায়ী ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন অর্ণব। ইতিহাসে পিএইচডি করার ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে একেবারে প্রথম স্থানে উঠে এসেছেন তিনি।
সূত্রের খবর, শনিবার সকালে কুণালের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় উপাচার্য গৌতম চন্দ্রের। সেখানে অর্ণবের ভর্তি প্রক্রিয়ায় জট কাটানো নিয়ে দীর্ঘ আলোচনা চলে বলে জানা যায়। এরইমধ্যে এসে গেল নতুন নোটিস। সূত্রের খবর, সোমবার বিকাল ৩ টের সময় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাবেন অর্ণব।