
আউশগ্রাম: পণ নিয়ে টানাটানি। ফের গৃহবধূকে খুনের অভিযোগ। এবার ঘটনা পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার। চাহিদা অনুযায়ী পণ না পাওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে। তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার পুলিশ।
মৃত গৃহবধূর নাম-শর্মিলা নাথ (২৪)। বাবার বাড়ি দুর্গাপুরের এ জ়োনে। বছর তিনেক আগে আউশগ্রামের ছোড়া এলাকার বাসিন্দা সুশান্ত ঢালির সঙ্গে তাঁর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে শর্মিলার উপর ব্যাপক অত্যাচার চালাত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। রবিবার ফের অশান্তি শুরু হয়। অত্যাচার চরমে উঠলে শর্মিলা নাথের মা তাঁকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে চলে যেতে চান। কিন্তু বাধা দেয় শ্বশুরবাড়ির লোকজন।
এ ঘটনার কিছু সময়ের মধ্যেই শ্বশুরবাড়ি থেকে শর্মিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। শর্মিলার বাপের বাড়ির লোকজনের অভিযোগ, মেয়েকে অত্যাচারের পর তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর শুরু হয় এলাকায়। পুলিশ ইতিমধ্যেই শর্মিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠিয়েছে। অভিযোগ পাওযার শর্মিলার স্বামী সুশান্ত ঢালিকে আটক করে জিজ্ঞাসাবাদও চলছে।