TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী
Dec 09, 2022 | 12:06 PM
সাত সকালে মারাত্মক রেল বিভ্রাট। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় বর্ধমান স্টেশনে বহু ট্রেন আটকে পড়েছে। বর্ধমান হাওড়া কর্ড ও মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত।
রেলযাত্রীদের তথ্য ফাঁস
এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময়ে, আটকে পড়েছে ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার,ডাউন বিভূতি এক্সপ্রেস। পূর্ব রেলের সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে সকাল ৭-৪০ মিনিট থেকে ট্রেন চলাচল চালু হয়েছে।"
এক যাত্রী বলেন, "গোয়া থেকে ফিরছিলাম। কারেন্ট না থাকার জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। অনেক দেরিতে ট্রেন চলছে এখন।"
আরেক যাত্রী বলেন, "ট্রেন চলছে না, এসে দেখি ভীষণ ভিড়। আমরা এনকোয়ারিতে খোঁজ নিয়ে জানতে পারি বিদ্যুৎ নিয়ে সমস্যা। তার জন্য ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ রয়েছে। তবে এত ব্যস্ত একটা স্টেশনে ট্রেন চলাচল দেখা উচিত ছিল।"
সূত্র মারফত জানা যাচ্ছে, 'ওভারহেড ইক্যুপমেন্ট নো পাওয়ার' সংক্রান্ত সমস্যার জেরেই এই ঘটনা। তবে বিষয়টি নজরে রাখছে রেল কর্তৃপক্ষ।