ভিডিয়ো: চেয়ারম্যান না-পসন্দ, দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা তৃণমূল কাউন্সিলরের
দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা কাউন্সিলরের (নিজস্ব ছবি)

ভিডিয়ো: চেয়ারম্যান ‘না-পসন্দ’, দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা তৃণমূল কাউন্সিলরের

Mar 16, 2022 | 6:26 PM

Kalna: বুধবার কালনার পুরশ্রী মঞ্চে কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। এর কিছুক্ষণের মধ্যে কালনা পুরসভার সামনে তৃণমূলেরই এক গোষ্ঠীর অবস্থান-বিক্ষোভ দেখাতে শুরু করে।

কালনা: টানটান নাটক কালনাতে। দল মনোনিত চেয়ারম্যান ‘না-পসন্দ’। প্রতিবাদে পুরসভার দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা তৃণমূল কাউন্সিলরের।

সূত্রের খবর, বুধবার কালনার পুরশ্রী মঞ্চে কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। এর কিছুক্ষণের মধ্যে কালনা পুরসভার সামনে তৃণমূলেরই এক গোষ্ঠী অবস্থান-বিক্ষোভ দেখাতে শুরু করে। ওই বিক্ষোভে বসতে দেখা যায় পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি অলোক মাঝিকে। ঘটনাস্থলে এসে পৌঁছন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। দলের সিদ্ধান্ত মানতে হবে কার্যত এরকমই কড়া হুঁশিয়ারি দেন তিনি।

জানা গিয়েছে, তৃণমূলের চেয়ারম্যান পদে ইতিমধ্যেই নাম ঘোষণা হয়েছে আনন্দ দত্ত এবং ভাইস চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণা হয়েছে তপন পোড়েলের। তবে, কিছু কাউন্সিলরের এই সিদ্ধান্ত পছন্দ নয়।এই রকম গুঞ্জন উঠতেই অবস্থান-বিক্ষোভে বসেন আনন্দ দত্ত এবং তপন পোড়েলকে সমর্থনকারী বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকরা।

এই হট্টগোলের মধ্যেই হঠাৎ দেখা যায় যে কালনার এক কাউন্সিলর অনিল বসু, তিনি হঠাৎ পুরসভার দোতলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।যদিও, মন্ত্রী স্বপন দেবনাথ তাঁকে আটকান।এরপরই ঠিক হয় যে ভোটাভুটির মাধ্যমে নতুন করে ভাইস চেয়্যারম্যান ও পুরপ্রধান নির্বাচন করা হবে।