‘সুদ সমেত টাকা ফেরত দিন’, কোটি টাকার ‘আর্থিক প্রতারণা’ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি শাখায়!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jul 29, 2021 | 7:06 PM

Bank Fruad Case: অভিযোগ, টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সিএসপির দায়িত্বে থাকা সুখেন মাঝি রসিদ দিলেও কোনওসময়ে ব্যাঙ্কের পাসবই আপডেট করাতে চাইতেন না।

সুদ সমেত টাকা ফেরত দিন, কোটি টাকার আর্থিক প্রতারণা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি শাখায়!
ব্যাঙ্কে বিক্ষোভ, নিজস্ব চিত্র

Follow Us

পূর্ব বর্ধমান: ঋণ ও সঞ্চয়ের কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল কাটোয়ার অগ্রদ্বীপের গড়াগাছার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি শাখায়। অভিযোগ, সিএসপি শাখার (CSP) দায়িত্বে থাকা ব্যাঙ্কের কর্মী সুখেন মাঝি ঋণ মেটানোর মাসিক কিস্তি-সহ গ্রাহকদের সঞ্চিত সমস্ত অর্থ আত্মসাত্‍ করে পলাতক। আর্থিক প্রতারণার খবর পেয়ে বৃহস্পতিবার ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তিনশোর বেশি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা ও অন্যান্য গ্রাহকেরা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় পুলিশ।

প্রতারিত গ্রাহকদের অভিযোগ, গত এক বছরের বেশি কিছু সময় ধরে ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি শাখায় (CSP) এলাকার স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা ঋণের টাকা জমা দিচ্ছিলেন। অন্যদিকে, অনেক গ্রাহকই ওই শাখাতেই নিজেদের সঞ্চয়ের টাকাও রাখতেন। অভিযোগ, টাকা জমা দেওয়ার ক্ষেত্রে সিএসপির দায়িত্বে থাকা সুখেন মাঝি রসিদ দিলেও কোনওসময়ে ব্যাঙ্কের পাসবই আপডেট করাতে চাইতেন না। কখনও মেশিন খারাপ, কখনও প্রিন্টার খারাপ হওয়ার অজুহাত দিতেন বলে অভিযোগ। এইভাবে বিগত এক বছর ধরেই চলছিল টাকার লেনদেন।

সম্প্রতি, ওই ব্যাঙ্কের সিএসপি শাখাটি (CSP) বন্ধ দেখে গ্রাহকেরা খোঁজখবর নিতে শুরু করেন। জানতে পারেন ওই শাখার দায়িত্বে থাকা সুখেন মাঝি সমস্ত টাকা নিয়ে পলাতক। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে যান ব্যাঙ্কের মূল শাখায়। সেখানে গিয়ে জানতে পারেন, প্রতারিত গ্রাহকদের সিএসপি শাখায় জমাকৃত কোনও টাকার উল্লেখই নেই! সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এদিন, ব্যাঙ্কের সামনে বিক্ষোভকারী এক গ্রাহক বলেন, “আমি বিগত  এক বছর ধরে টাকা শোধ করছি। প্রায় ১ লক্ষ টাকা শোধ হয়েছে। এখনও ২ লক্ষ টাকা বাকি। সেই টাকাটা পুরোটাই চোটের খাতায়। ব্যাঙ্ক সুদ সমেত টাকা ফেরত দিক।” ঘটনায়, ব্যাঙ্ক-ম্যানেজার মানিক পাল বলেন, “বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপযুক্ত টাকা জমার রশিদ ও প্রমাণ দেখে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়টি দেখা হচ্ছে। পাশাপাশি, অভিযুক্ত সুখেন মাঝির খোঁজ করা হচ্ছে।” আরও পড়ুন: সরকার বরাদ্দ ১০ হাজার টাকা দিলেই মিলবে স্কুল লিভিং সার্টিফিকেট! বিক্ষোভ পড়ুয়াদের

 

Next Article