Kalna Hospital: ভাব জমিয়ে, চা খাইয়েই কাজ সেরে ফেলল… হাসপাতালের ওয়েটিং রুমে চাঞ্চল্যকর অভিযোগ

Kalna Hospital: জামিরউদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনও পর্যন্ত কথা বলতে পারছেন না। যেখানে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে অনেকটা দূরে আর একটি ওয়েটিং রুমের কাছে তাঁকে অচৈতন্য অবস্থায় সোমবার উদ্ধার করেছে তাঁর পরিবারের লোকেরা।

Kalna Hospital: ভাব জমিয়ে, চা খাইয়েই কাজ সেরে ফেলল... হাসপাতালের ওয়েটিং রুমে চাঞ্চল্যকর অভিযোগ
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 06, 2025 | 7:14 PM

কালনা: হাসপাতালের ওয়েটিং রুমে চাঞ্চল্যকর ঘটনা। একাধিক রোগীর আত্মীয়ের সঙ্গে ঘটল একই ঘটনা। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে চা খাওয়াটাই কাল হল। রোগীর আত্মীয়দের সঙ্গে রাতে গল্প করে ভাব জমিয়ে, চা খাইয়েই সর্বস্ব লুঠ করে পালাল এক দুষ্কৃতী। পূর্ব বর্ধমানের কালনা হাসপালাতে এমনই অভিযোগ উঠেছে।

রবিবার রাতে ওই ঘটনা ঘটে। রোগীর আত্মীয়দের বেহুঁশ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীর। সোমবার সকালে দু’জনের জ্ঞান ফিরলেও অন্য একজনকে এদিন দুপুর নাগাদ অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনায় তিনজন অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। একজন গুরুতর অসুস্থ। তিনি কথা বলার শক্তি হারিয়েছেন। সমুদ্রগড়ের বিবির হাটের বাসিন্দা নারায়ণ চৌধুরী, নদিয়ার বাহিরচড়া এলাকার বাসিন্দা আনোয়ার শেখ ও নদিয়া জেলার গরেশপুর এলাকার বাসিন্দা জমিরউদ্দিন শেখের সঙ্গে একই ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, রবিবার রাতে এক ব্যক্তি কালনা মহকুমা হাসপাতালের ওয়েটিং রুমে বসে তাঁদের সঙ্গে কথার ছলে ভাব জমান প্রথমে। পরে তাঁদের চা খাওয়ার জন্য জোর করেন। এরপরই একে একে অচৈতন্য হয়ে পড়েন তাঁরা। অভিযোগ, তাঁদের কাছে থাকা টাকা মোবাইল নিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী।

জামিরউদ্দিন শেখ নামে অসুস্থ ওই বৃদ্ধ এখনও পর্যন্ত কথা বলতে পারছেন না। যেখানে এই ঘটনা ঘটেছে, সেখান থেকে অনেকটা দূরে আর একটি ওয়েটিং রুমের কাছে তাঁকে অচৈতন্য অবস্থায় সোমবার উদ্ধার করেছে তাঁর পরিবারের লোকেরা। এই ঘটনায় কালনা পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়েছে।

সুপার স্পেশালিটি হাসপাতালের মতো জায়গায় এই ঘটনা কীভাবে ঘটল! নিরাপত্তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলছেন রোগীর পরিজনেরা। যদিও এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।