
কালনা: চাকরি দেওয়ার নাম করে ভুয়ো ফোন। শুধু তাই নয়, যুবককে ডেকে হয়রানিরও অভিযোগ। কিন্তু সেই সব কিছু না হওয়ায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনায়।
পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত অকালপোষ গ্রামের বাসিন্দা কিশোর মালিক। তাঁর দাবি, একটি অজানা নম্বর থেকে ফোন করে তাঁকে চাকরির কথা জানানো হয়। কালনা মহকুমা হাসপাতালে চাকরি দেওয়া হবে বলেও বলা হয়। এজন্য তাঁকে যাবতীয় নথি নিয়ে হাসপাতালের এক নম্বর গেটে এসে দেখা করতে বলা হয়।
এরপর মঙ্গলবার সকালে নির্দিষ্ট স্থানে পৌঁছন তিনি। এরপর তিনি সেই নম্বরে ফোন করলে একাধিকবার এক এক রকম তথ্য দেওয়া হয়। কখনও বলা হয়, ইন্টারভিউ হবে, আবার কখনও জানানো হয়, এক সপ্তাহ পরে আসতে হবে। এমন অসংলগ্ন বক্তব্যে বিভ্রান্ত হয়ে অবশেষে তিনি কালনা মহকুমা হাসপাতালের সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। কিশোর বলেন, “বলা হয়েছে আমি নাকি কাজ করতে পারব। আমার কাছে রেজাল্ট আর অ্যাডমিট কার্ডের জেরক্স চেয়েছিল। সেই মতোই আমি এসেছিলাম।”
এই প্রসঙ্গে হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, “হাসপাতালের তরফে কাউকে ফোন করে এইভাবে চাকরির প্রস্তাব দেওয়া হয় না। বিষয়টি গুরুতর। তাই অভিযোগপত্রটি পুলিশের কাছে পাঠানো হবে, যাতে যথাযথ তদন্ত হয়।”