Kalna: ‘পুলিশ পুরুষাঙ্গে মারছে, মানা করা সত্ত্বেও মারছে…’, ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিলেন চাকরিহারা

Kalna: বুকে তাঁর এখনও অসহ্য ব্যথা। তিনি বলেন, "সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, পুরুষাঙ্গে মারছে। এ কোথাকার পুলিশ পুরুষাঙ্গে মারছে! মানা করা সত্ত্বেও মারছে, এ নির্মম অত্যাচার আমরা এর আগে ভারতবর্ষের কোথাও দেখিনি।"

Kalna: পুলিশ পুরুষাঙ্গে মারছে, মানা করা সত্ত্বেও মারছে..., ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিলেন চাকরিহারা
চাকরিহারাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 10, 2025 | 4:33 PM

কালনা: বর্ধমান ডিআই অফিসে দাবি নিয়ে গেলে পুলিশের ‘অত্যাচারের’ ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ দিলেন কালনা তেহাটা উচ্চ বিদ্যালয়ের অসুস্থ শিক্ষাকর্মী খোকন লাল বিশ্বাস।

তিনি বললেন, “যখন আমরা ডিআই অফিসের তালা ঝোলাতে যাচ্ছি, আমাদের পড়ে যাওয়ার পরে, এভাবে লাথি মেরেছে। যেভাবে লাঠিচার্জ করেছে অমানবিক। এটা মুঘল রাজ চলছে না ইংরেজ পিরিয়ড চলছে, আমরা বুঝতে পারছি না। পড়ে যাওয়ার পরে ডিএসপি আমাকে বুটে করে লাথি মারছে। ফুলে গেল, সঙ্গে সঙ্গে কান চোয়াল, অসম্ভব যন্ত্রণা হচ্ছে তখন।”

বুকে তাঁর এখনও অসহ্য ব্যথা। তিনি বলেন, “সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, পুরুষাঙ্গে মারছে। এ কোথাকার পুলিশ পুরুষাঙ্গে মারছে! মানা করা সত্ত্বেও মারছে, এ নির্মম অত্যাচার আমরা এর আগে ভারতবর্ষের কোথাও দেখিনি।”

বুধবার চাকরিহারাদের ডিআই অফিস অভিযান ছিল। জেলা থেকে রাজপথে আছড়ে পড়ে চাকরিহারাদের ক্ষোভ। তবে কসবায় ধরা পড়ে বাংলার সবথেকে বড় বিপন্নতার ছবি। চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের লাঠিচার্জ করছে পুলিশ! তবে লাঠিচার্জ প্রসঙ্গে সিপি-র বক্তব্য, “পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মৃদু লাঠিচার্জ করা হয়েছে।” কিন্তু পেটে লাথি মারা কখনই কাম্য নয়, উচিত হয়নি বলেও জানিয়েছিলেন তিনি। তখনই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।