Katwa: ঝামেলার মধ্যস্থতা করতে এসেছিলেন, তাঁদের সামনেই বৃদ্ধের মর্মান্তিক পরিণতি, স্তব্ধ পরিবার
Katwa: নানু দাসের ছেলে সুকুমার দাসের ছেলের বাড়ির উপর দিয়ে প্রতিবেশী সুফল দাস বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য তার যাওয়া নিয়েই বিবাদে সূত্রপাত। অভিযোগ, বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন তৃণমূলের লোকজনদের নিয়ে সুফল দাস সুকুমার দাসের বাড়িতে যান।

মঙ্গলকোট: মধ্যস্থতা করতে আসা লোকজনদের সামনেই প্রতিবেশীর মারে মৃত্যু হল বৃদ্ধের। মৃতের নাম নানু দাস (৮৫)। ঘটনায় উত্তেজনা ছড়ায় মঙ্গলকোটের ইটা গ্রামের দাস পাড়ায়। মৃতদেহ বাড়িতে রেখে প্রতিবাদ জানায় পরিবার। দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে পরিবারের সঙ্গে বচসা শুরু হয়। যদিও পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানু দাসের ছেলে সুকুমার দাসের ছেলের বাড়ির উপর দিয়ে প্রতিবেশী সুফল দাস বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য তার যাওয়া নিয়েই বিবাদে সূত্রপাত। অভিযোগ, বৃহস্পতিবার সকালে এলাকার কয়েকজন তৃণমূলের লোকজনদের নিয়ে সুফল দাস সুকুমার দাসের বাড়িতে যান। সেই সময় সুকুমার দাস বাড়িতে না থাকায় তার স্ত্রীর সঙ্গে সুফল দাসের বচসা শুরু হয়। যা থামাতে আসেন কুমার দাসের বাবা নানু দাস।
অভিযোগ,বিষয়টি মিটমাট করতে আসা কয়েকজনের সামনেই সুফল নানু দাসের উপর চড়াও হয়। চড়, কিল-ঘুষি মারতে থাকে। ঘটনাস্থলে পড়ে গিয়ে মৃত্যু হয় নানু দাসের।
এই ঘটনায় অভিযুক্ত সুফল দাসের পরিবারের দাবি, নানু বয়সজড়িত কারণেই অসুস্থ ছিলেন, তিনি পড়ে গিয়ে মারা যান। অন্যদিকে মঙ্গলকোটের ক্ষীরগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি মাসদুর রহমান মৌখিক বলেন, “ঘটনাটি শুনেছি, প্রতিবেশীদের সঙ্গে বিবাদের কারণেই এই মৃত্যু, যা ময়নাতদন্ত করলেই কারণ জানা যাবে। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক। দলের সঙ্গে এই ঘটনার কোন যোগ নেই।”





