Katwa Chaos: ২০০ টাকা দিলেই বন্ধ ঘরের ভিতর লাইসেন্স মিলত ‘আদিম খেলার’, পুলিশের হাতে পাকড়াও ৩

Kousik Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 12, 2023 | 6:03 PM

Katwa: মঙ্গলবার দুপুরে কাটোয়া থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে কাছারি পাড়া এলাকায় ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখনই বাড়ির ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় আটক হন এক যুবক ও মহিলা। পুলিশি জেরায় জানা যায় যুবকের বাড়ি কাটোয়া থানার এলাকার একটি গ্রামে এবং মহিলার শ্বশুর বাড়িও ওই একই গ্রামে। যদিও, ওই আটক মহিলা পুলিশকে জানিয়েছেন তিনি অভাবের জন্য যুবকের ডাকে সাড়া দিয়ে সেখানে এসেছিলেন।

Katwa Chaos: ২০০ টাকা দিলেই বন্ধ ঘরের ভিতর লাইসেন্স মিলত আদিম খেলার, পুলিশের হাতে পাকড়াও ৩
ডানদিকে বাড়ির মালকিন, বাকি দু'জন টাকার বিনিময়ে বাড়িতে এসেছিলেন
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কাটোয়া: কলেজের ছেলে-মেয়ে থেকে শুরু করে একটু বেশি বয়সী পুরুষ-মহিলা! সকলের আনাগোনা ছিল বাড়িতে। মালকিনের হাতে কিছু টাকা হাতে গুঁজে দিলেই ব্যাস কেল্লা ফতে! বন্ধ ঘরের ভিতরে ‘যা খুশি’ করার অবাধ স্বাধীনতা মিলত। এক কথায় মধুচক্র চালানো হত বলে অভিযোগ ওঠে ওই বাড়িতে। কিন্তু খবর বেশিদিন চেপে থাকল না পুলিশের কাছে। ঘর ভাড়া দিয়ে মধুচক্র চালানোর অভিযোগে বাড়ির মালকিন সহ গ্রেফতার তিন। ধৃতদের মধ্যে এক যুবক সহ দুই মহিলা।

মঙ্গলবার দুপুরে কাটোয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাছারি পাড়া এলাকায় ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। তখনই বাড়ির ভিতর থেকে বিবস্ত্র অবস্থায় আটক হন এক যুবক ও মহিলা। পুলিশি জেরায় জানা যায় যুবকের বাড়ি কাটোয়া থানার এলাকার একটি গ্রামে এবং মহিলার শ্বশুরবাড়িও ওই একই গ্রামে। যদিও, ওই আটক মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি অভাবের জন্য যুবকের ডাকে সাড়া দিয়ে সেখানে এসেছিলেন।

অপরদিকে, বাড়ির মালকিন পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছেন যে মাত্র দু’শো টাকার বিনিময়ে ওই যুবক এবং মহিলাকে ঘর ভাড়া দিয়েছিলেন। অপরদিকে, বাড়ির মালকিনের ছেলের অভিযোগ, তাঁর মা দীর্ঘদিন তাঁদের বাড়িতে মধুচক্র চালাচ্ছেন। পাড়ার কেউ কিছু বলে না। প্রতিবাদ করলে মা পুলিশে অভিযোগ করিয়ে বাড়ি ছাড়া করার ভয় দেখায়। এর আগে একবার প্রতিবাদ করায় তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। ওই যুবকের আরও দাবি, সকাল থেকেই বাড়িতে নানা বয়সের পুরুষ মহিলাদের ভিড় লেগেই থাকে। এমনকী কলেজের ছেলে- মেয়েদেরও এই বাড়িতে আনাগোনা আছে। তিনি বলেন, “আজ দুপুরে কোথা থেকে পুলিশ এসে আমার মাকে এবং এক মহিলা সহ এক পুরুষকে ধরে নিয়ে গেল।”

Next Article