Katwa: স্ত্রী-সন্তান বাংলাদেশে, এপারে এসে চিন্তা করতে করতেই শেষ হয়ে গেলেন লিটন

Katwa: জানা যাচ্ছে, লিটনের সঙ্গে ছিলেন বাবা ও মা। বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ায়  লিটনের বাবা ফিরে যান। বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি, সেখানে তাঁর স্ত্রী-সন্তানদের জন্য চিন্তা করতে থাকেন।

Katwa: স্ত্রী-সন্তান বাংলাদেশে, এপারে এসে চিন্তা করতে করতেই শেষ হয়ে গেলেন লিটন
হাসপাতাল থেকে বার করা হচ্ছে লিটনের দেহImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 13, 2024 | 11:54 PM

পূর্বস্থলী: বাংলাদেশ থেকে চিকিৎসা করাতে এসে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম লিটন অধিকারী (৩৭)। তাঁর বাড়ি বাংলাদেশের মাদারিপুর জেলায়। সকলে ভিসা নিয়েই এদেশে এসেছিল। তিনি পূর্বস্থলী থানার বেলেরহল্ট উখরা গোসাই পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থেকে কল্যাণীতে চিকিৎসা করছিলেন।

জানা যাচ্ছে, লিটনের সঙ্গে ছিলেন বাবা ও মা। বাংলাদেশের পরিস্থিতি খারাপ হওয়ায়  লিটনের বাবা ফিরে যান। বাংলাদেশের উদ্ভুত পরিস্থিতি, সেখানে তাঁর স্ত্রী-সন্তানদের জন্য চিন্তা করতে থাকেন।

চিকিৎসকরা জানাচ্ছেন,  বৃহস্পতিবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কালনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে লিটনের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।