AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Katwa: কাটোয়া বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে কি সিপিএম? বিস্ফোরক বক্তব্য বিধায়কের

Katwa: যদিও এই দাবি মানতে নারাজ কেতুগ্রামের সিপিএম নেতৃত্ব। তাদের বক্তব্য,ধৃতরা তৃণমূল দল করে। তৃনমূল দলেরই সমর্থক। কেতুগ্রামের বিধায়কের সঙ্গে তুফান চৌধুরীর ছবি রয়েছে বলেও দাবি করেন সিপিএম নেতা।

Katwa: কাটোয়া বিস্ফোরণকাণ্ডের নেপথ্যে কি সিপিএম? বিস্ফোরক বক্তব্য বিধায়কের
বোমাকাণ্ডে আহত তুফান চৌধুরীImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2025 | 6:24 PM

কাটোয়া: কাটোয়ার বিস্ফোরণকাণ্ডে ধৃত পাঁচ জনের রাজনৈতিক পরিচয় নিয়ে রাজনৈতিক চাপানউতোর। কাটোয়ার বিস্ফোরণকাণ্ডে ধৃত পাঁচ জনের সঙ্গেই সিপিএম দলের কর্মী জঙ্গল শেখের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানা যাচ্ছে। সেই রাতে যাঁর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তুফান চৌধুরীর কথা মতোই তাঁরা সেখানে গিয়েছিলেন বোমা বাঁধতে। এমনই বিস্ফোরক দাবি করেছেন কাটোয়ার বিধায়ক তথা জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

কাটোয়ার বিধায়ক বলেন, “যে পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে, তারা কেবল সিপিএম দলের সমর্থকই নয়, কর্মী। ওরা জঙ্গল শেখের সঙ্গে যুক্ত, আইন ভেঙে কাটোয়ায় ঢোকার চেষ্টা করছে। তুফানকে জঙ্গল শেখ নির্দেশ দিয়েছে, তাই তুফান বোমা তৈরি হচ্ছিল। যদি এই বিস্ফোরণের ঘটনা না ঘটত, তাহলে হয়তো মহরমের পরই কিছুটা একটা বড় কাটোয়ায় ঘটত।”

জঙ্গল শেখের রাজনৈতিক পরিচয় নিয়েও দ্বন্দ্ব রয়েছে। সেক্ষেত্রে বিধায়ক বলেন, “জঙ্গল তৃণমূল করে কিনা, তা নিয়েই দ্বন্দ্ব রয়েছে। কারণ আদালতে জঙ্গল শেখের স্ত্রীই বয়ান দিয়েছিল, তারা বিজেপি করে বলে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তাহলে তৃণমূল কবে করল? আগে সিপিএম করত, সে সময়ে আমাদের প্রচুর লোককে খুন করেছে। পরে কিছুদিন তৃণমূল কংগ্রেসের আশ্রয় নিয়েছিল। তারপর আবার বিজেপিতে সক্রিয়ভাবে যোগ দেয়।”

যদিও এই দাবি মানতে নারাজ কেতুগ্রামের সিপিএম নেতৃত্ব। তাদের বক্তব্য,ধৃতরা তৃণমূল দল করে। তৃনমূল দলেরই সমর্থক। কেতুগ্রামের বিধায়কের সঙ্গে তুফান চৌধুরীর ছবি রয়েছে বলেও দাবি করেন সিপিএম নেতা। এ প্রসঙ্গে কেতুগ্রাম ১ এরিয়া কমিটির সদস্য মিজানুল কবির ধীরাজ বলেন, “বিধায়কের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যাদের গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকেই তৃণমূল সমর্থক। জমির শেখ, যাকে প্রধানত গ্রেফতার করা হয়েছে, তার বাবার কাছে শুনলেই জানা যাবে, তিনি তৃণমূলের সমর্থক।”

অন্য দিকে এই ঘটনায় অভিযুক্ত লিঙ্কম্যান ধৃত জমির শেখের বাবা স্বীকার করেন, জমির বালির ব্যবসা করার জন্যই তৃণমূল দল করেন। যদিও এই বিষয়ে কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেয়াজ মৌখিক জানান, এই অভিযোগ মিথ্যা।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে কেতুগ্রামে তুফান চৌধুরী নামে এক ব্যক্তির বাড়ি বোমা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বাড়ির ছাদ উড়ে যায়। ভিতর থেকে একজনের ঝলসে যাওয়া দেহ উদ্ধার হয়। গুরুতর আহত হন তুফানও।