
কাটোয়া: কাটোয়া-বিস্ফোরণ কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা। কেন্দ্রীয় সংস্থা এনআইএ-কে দিয়ে তদন্তের আবেদন জানালেন যুব তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সহ সভাপতি তথা আইনজীবী শুভেন্দু কুমার দাস ওরফে সুমন দাস। তিনি দাবি করেছেন, কাটোয়া থানার তদন্তে ভরসা নেই। বিধায়ক যখন নিজেই নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন একজন সাধারণ নাগরিক হিসেবে নিরপেক্ষ তদন্তের স্বার্থেই তিনি এই আবেদন করেছেন।
গত ১৮ জুলাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তিনি এই আবেদন জানিয়েছেন। মামলার শুনানি আছে আগামী ২৫ জুলাই। আবেদনে উল্লেখ করা হয়েছে, বিস্ফোরণের ঘটনার পিছনে রয়েছে বালি খাদান সংক্রান্ত সংঘাত। তাই তিনি চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র মাধ্যমে এই ঘটনার তদন্ত হোক। শুভেন্দু কুমার দাস বলেন, “কী কারণে বিস্ফোরণ হল, একজনের মৃত্যু পর্যন্ত হল, তা দেখা দরকার। আমি সংবাদমাধ্যমে দেখেছি, বিধায়ক নিজেই বিষয়টায় ভয় পাচ্ছেন।”
তবে বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা যুব তৃণমূল নেতার এই পদক্ষেপ ঘিরে রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসক দল। দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় স্পষ্ট বলেন, ‘‘আমার রাজ্য সরকারের উপর সম্পূর্ণ আস্থা আছে। একজন দলীয় নেতা কীভাবে এনআইএ তদন্ত চাইতে পারেন, আমি বুঝতে পারছি না। বিষয়টি দলের কাছে জানাব।’’
এদিকে, রাজনৈতিক মহলে উঠছে নতুন প্রশ্ন। তৃণমূলেরই নেতারা কি আর রাজ্য প্রশাসনের তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না? নাকি এর পিছনে রয়েছে দলের ভিতরের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া?