Katwa: শিবরাত্রিতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বন্ধু!

Kousik Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 26, 2025 | 7:21 PM

Katwa: বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কাটোয়া থানার দাঁইহাট-মাটিয়ারি ফেরিঘাটের ঘটনায় এলাকায় শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী সুনীতা সাহা বলেন,  "তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষে ভাগীরথী নদীতে স্নান করতে ঘাটে এসেছিল। এক বন্ধু নদীর পাড়ে বসেছিল দুজন স্নান করতে নেমেছিল।

Katwa: শিবরাত্রিতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই বন্ধু!
জলে ডুবে মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

কাটোয়া: স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই বন্ধু। ঘণ্টা খানেক ধরে খোঁজের পর নৌকার মাঝিরা সুমন সাহা (২২) নামে একজনকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা অচৈতন্য সুমনকে তাড়াতাড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। সুমন সাহা কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া। পেশায় দলিল লেখক নিখোঁজ অর্ঘ্য সাহার(২৩) এখনও কোন সন্ধান মেলেনি। অর্ঘ্য সাহার সন্ধানে কাটোয়া থানার পুলিশ এবং কাটোয়া মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা যৌথভাবে স্থানীয় ডুবুরি দিয়ে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করেছে।

বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ কাটোয়া থানার দাঁইহাট-মাটিয়ারি ফেরিঘাটের ঘটনায় এলাকায় শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী সুনীতা সাহা বলেন,  “তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষে ভাগীরথী নদীতে স্নান করতে ঘাটে এসেছিল। এক বন্ধু নদীর পাড়ে বসেছিল দুজন স্নান করতে নেমেছিল।দুজন অনেকক্ষণ ধরে স্নান করছিল হঠাৎ একজন ডুবতে থাকলে তাকে বাঁচাতে অপর বন্ধুও নদীর গভীরে গিয়ে তলিয়ে যায় তখন সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে।”

সেই সময় নদীর পাড়ে মহিলা বেশি থাকায় সাহায্যের জন্য প্রথমে তেমন কেউ এগিয়ে আসেননি। পরে একজন লোক বাঁচাতে জলে নামলেও কিছু কর‍তে পারেনি। দুজনেই নদীর জলে ডুবে যায়। কলেজ পড়ুয়া সুমন সাহার বাড়ি বেড়া গ্রামে এবং অর্ঘ্য সাহার বাড়ি দাঁইহাটের দেওয়ানগঞ্জ এলাকায়।

Next Article