Katwa: খুনের পর স্বামীর দেহের পাশে শুয়েই মোবাইলে কথা বলছিলেন প্রেমিকের সঙ্গে! মহিলার বয়ানে চাঞ্চল্যকর তথ্য
Katwa: জেরায় পুলিশ জানতে পেরেছে, প্রেমিকের সঙ্গে খুনের পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় স্বামীকে খুন করেছিল মিতা।পুলিশ খুনের তদন্তে নেমে উদ্ধার করেছে খুনে ব্যবহৃত কার্বলিক অ্যাসিড, শিশি, বাঁশ, মদের বোতল, বালিশের ওয়ার।

কাটোয়া: প্রেমিকের সঙ্গে আগেই ছকে নিয়েছিল গোটা প্ল্যান। সেই মোতাবেক রাতে মদের সঙ্গে মিশিয়েছিল কার্বলিক অ্যাসিড। চোখের সামনেই কাতরাতে কাতরাতে মৃত্যু হয়েছে স্বামীর। স্বামীর মৃত্যুর পর রাতে তাঁর নিথর দেহের পাশেই শুয়েছিলেন, আর ফোনে কথা বলছিলেন প্রেমিক অভিজিৎ বাগদির সঙ্গে! কাটোয়ায় স্বামীকে খুনে ধৃত মহিলা মিতা দাসের বয়ানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
জেরায় পুলিশ জানতে পেরেছে, প্রেমিকের সঙ্গে খুনের পরিকল্পনা করেই ঠান্ডা মাথায় স্বামীকে খুন করেছিল মিতা।পুলিশ খুনের তদন্তে নেমে উদ্ধার করেছে খুনে ব্যবহৃত কার্বলিক অ্যাসিড, শিশি, বাঁশ, মদের বোতল, বালিশের ওয়ার। অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার প্রেস কনফারেন্স জানিয়েছেন, ধৃতের বয়ানে উঠে এসেছে, প্রেমিকই মিতাকে কার্বলিক অ্যাসিড এনে দিয়েছিলেন। যা স্বামীর মদের সঙ্গে মিশিয়ে দেন মিতা। আর স্বামীর মদ্যপানের সময়ে তিনি সামনেই বসেছিলেন। কার্বলিক অ্যাসিড মেশানো মদ খাওয়ার পর যখন ঢলে পড়েন স্বামী, তখন মিতা বাঁশ দিয়ে তাঁর মাথার পিছনে আঘাত করেন। এরপর মৃত্যু নিশ্চিত করতে বালিশ দিয়ে মুখ চেপে শ্বাসরোধ করে খুন করেন বলে জেরায় স্বীকার করেছেন মিতা। ঘটনায় ইতিমধ্যে মিতা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বছর দেড়েক আগে সামাজিক মাধ্যমেই নানুরের বাসিন্দা অভিজিতের সঙ্গে পরিচয় হয় মিতার। ঘনিষ্ঠতা বাড়ে, বিয়ে করার সিদ্ধান্ত নেন। এদিকে, তাতে বাধা হয়ে দাঁড়ান মিতার স্বামী মহাদেব দাস। এরপরই মহাদেবকে রাস্তা থেকে সরানোর পরিকল্পনা করতে থাকেন তাঁরা। জামাইষষ্ঠীতে গোটা প্ল্যান ছকে ফেলা হয়।

