
কাটোয়া: বাংলা ভাষায় কথা বলায় বাঙালি পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর। আবারও এমন অভিযোগ উঠল। ওড়িশায় গিয়ে আক্রান্ত হতে হয়েছে বলে অভিযোগ বাংলার শ্রমিকের। এক বাঙালি পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করা হয়েছে, এমনকী হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাণভয়ে কোনওরকমে তিনি ফিরে এসেছেন বাড়িতে।
বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ওই যুবককে গুরুতর আহত অবস্থায় কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দু’দিন ভর্তি থাকার পর আজ বৃহস্পতিবার কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কাটোয়ার আক্রান্ত যুবক টারজান শেখ।
বালেশ্বর জেলার জলেশ্বর থানা এলাকার রাজপুর বস্তিতে পাঁচ বছর ধরে ফেরির কাজ করতেন টারজান। তাঁর অভিযোগ, গত ৩১ অগস্ট সকালে যখন তিনি সাইকেলে চেপে ফেরি করতে যান, তখন এক ব্যক্তি তাঁর আধার কার্ড দেখতে চান। এরপর তাঁকে বলা হয়, ‘তুই বাংলায় কথা বলছিস, তুই বাংলাদেশি’। এরপরই বাঙালি পরিযায়ী শ্রমিক টারজানকে মারধর করা হয় বলে অভিযোগ।
শ্রমিকের দাবি, তাঁকে চ্যালা কাঠ দিয়ে মারধর করা হয়েছে। অন্যদিকে সেই ছবি একজন মোবাইলে তুলে রাখেন, তাঁর কাছে থাকা ৬০০০ টাকা কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ। শ্রমিকের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে, ডানহাতে চোটও লেগেছে।
৩১ তারিখ রাতেই জলন্ধর থেকে ট্রেনে চাপেন তিনি। পরের দিন কাটোয়ায় তাঁর বাড়িতে পৌঁছন। এরপর তাঁকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। সেখানে দুদিন চিকিৎসার পরে তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়।