Madhyamik Exam: সামনেই মাধ্যমিক! পড়াশোনা নিয়ে বকা দিতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল ১৬ বছরের কিশোরী

Madhyamik Exam: মৃত ছাত্রীর নাম অম্বিকা কীর্তনিয়া। পরিবার সূত্রে খবর, ইদানিং একদমই পড়াশোনায় মন ছিল না অম্বিকার। বারবার বাড়ির লোকজন বললেও কথা শুনতো না। সপ্তাহ দুয়েক আগে বকা দেয় বাবা। তাতেই অভিমানে কীটনাশক খেয়ে নেয়।

Madhyamik Exam: সামনেই মাধ্যমিক! পড়াশোনা নিয়ে বকা দিতেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল ১৬ বছরের কিশোরী
শোকের ছায়া এলাকায় Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 03, 2025 | 7:21 PM

ভাতার: আগামী বছরেই মাধ্যমিক দেওয়ার কথা ছিল। কিন্তু, ঠিকমতো পড়াশোনায় মনোযোগী না হওয়ায় বকাবকি করেছিল বাড়ির লোকজন। তাতেই অভিমানে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল ১৬ বছরের মেয়েটা। গলায় ঢালল কীটনাশক। হাসপাতালে নিয়ে গেলেও হল না শেষ রক্ষা। ঘটনা পূর্ব বর্ধমানের তার থানার নবাবনগর সাহেবগঞ্জ এলাকায়। শোকের ছায়া এলাকায়। 

মৃত ছাত্রীর নাম অম্বিকা কীর্তনিয়া। পরিবার সূত্রে খবর, ইদানিং একদমই পড়াশোনায় মন ছিল না অম্বিকার। বারবার বাড়ির লোকজন বললেও কথা শুনতো না। সপ্তাহ দুয়েক আগে বকা দেয় বাবা। তাতেই অভিমানে কীটনাশক খেয়ে নেয়। বাড়ির লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। সেখানে এতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ওই কিশোরী। সোমবার গভীর রাতে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। 

বাবা দিলীপকুমার কীর্তনিয়া বলছেন, সামান্য বকাবকিতেই মেয়ে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবে তা তাঁরা ভাবতেই পারছেন না। তিনি জানাচ্ছেন, ঘটনার দিন রাতেই গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়। ১২ দিন সেখানেই ভর্তি ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমেছে এলাকায়। অন্যদিকে পুলিশ ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।