Burdwan theft case: ‘টাকা পড়ে গিয়েছে…’, কুড়োতে যেতেই ঘটে গেল অঘটন, বড় ক্ষতি হয়ে গেল বৃদ্ধের

Burdwan: ঘটনার পর আরিফ জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আশপাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। শাড়ির দোকানের ক্যামেরায় কিছু তথ্য মিলেছে বলেই জানা গিয়েছে।

Burdwan theft case: টাকা পড়ে গিয়েছে..., কুড়োতে যেতেই ঘটে গেল অঘটন, বড় ক্ষতি হয়ে গেল বৃদ্ধের
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 04, 2025 | 6:10 PM

জামালপুর: অভিনব কায়দায় কেপমারি! কিছু বুঝে ওঠার আগেই উধাও বৃদ্ধের টাকা। ব্যাঙ্ক থেকে সবে টাকাটা তুলে এনেছিলেন তিনি, আচমকা গায়েব হয়ে গেল সেই টাকা। এমন ঘটনা এলাকার বাসিন্দারা আগে কখনও দেখেননি। বাড়ির সামনে থেকে এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

বুধবার কারালাঘাটের বাসিন্দা শেখ মহম্মদ আরিফ একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে ৪৯ হাজার টাকা তোলেন। এরপর তিনি জামালপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কে গিয়ে নিজের পাস বই আপডেট করান। ব্যাঙ্কের কাজ সেরে নীচে নেমে এসে তিনি সাইকেলের হ্যান্ডেলে ব্যাগটা রেখে তালা খুলছিলেন। সেই সময় এক ব্যক্তি হঠাৎ বলে ওঠেন, ‘টাকা পড়ে গিয়েছে’। আরিফ দেখেন মাটিতে পড়ে আছে ৩০ টাকা। সেটা কুড়োতে যান। টাকা কুড়িয়ে নিয়ে ফিরে তাকিয়েই দেখেন, ওই ব্যক্তি নেই, সাইকেলের দিকে তাকিয়ে দেখেন টাকার ব্যাগও নেই।

ঘটনার পর আরিফ জামালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আশপাশের দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। শাড়ির দোকানের ক্যামেরায় কিছু তথ্য মিলেছে বলেই জানা গিয়েছে। কে বা কারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

হঠাৎ এই কেপমারির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, দিনের আলোয় ব্যাঙ্কের সামনে কীভাবে এত টাকা এভাবে খোয়া গেল!