North Bengal Express: উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার এক মহিলা-সহ ৬

North Bengal Express: ধৃতদের মধ্যে শ্রীমল বর্মনের বাড়ি কোচবিহারের দিনহাটা থানা এলাকায়। তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ রায়। তাঁর বাড়ি কোচবিহারেরই সাহেবগঞ্জ থানায় এলাকায়। অন্যদিকে ধৃত আকাশ সিকদারের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকায়।

North Bengal Express: উত্তরবঙ্গ এক্সপ্রেস থেকে উদ্ধার প্রায় সাড়ে ৫ লক্ষ টাকার গাঁজা, গ্রেফতার এক মহিলা-সহ ৬
ধৃত ৬, উত্তরবঙ্গ এক্সপ্রেসের ছবি প্রতীকী Image Credit source: Tv9 Bangla & Social Media

| Edited By: জয়দীপ দাস

May 31, 2025 | 3:11 PM

বর্ধমান: উত্তরবঙ্গ এক্সপ্রেসে অভিযান আরপিএফের। উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা। উত্তরবঙ্গ থেকে কলকাতার উদ্দেশ্যে ওই মাদক আনা হচ্ছিল বলে খবর। কিন্তু, তার আগেই খবর চলে আসে পুলিশের কাছে। তল্লাশি চলায় বর্ধমান আরপিএফ। তাতেই উদ্ধার হয় ৫৪.২১ কেজি গাঁজা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করেছে আরপিএফ। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই জানার চেষ্টা করছে পুলিশ। 

শনিবারই ধৃতদের বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়। আরপিএফ সূত্রে খবর, ডাউন উত্তরবঙ্গ এক্সপেসে করে ওই কোচবিহারের দিনহাটা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা কলকাতায় আনা হচ্ছিল। তারপর সেখান থেকে ছড়িয়ে যেতে অন্যান্য এলাকায়। 

ধৃতদের মধ্যে শ্রীমল বর্মনের বাড়ি কোচবিহারের দিনহাটা থানা এলাকায়। তাঁর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ রায়। তাঁর বাড়ি কোচবিহারেরই সাহেবগঞ্জ থানায় এলাকায়। অন্যদিকে ধৃত আকাশ সিকদারের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকায়। ধৃত সন্তু আলী মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। তালিকাতেই রয়েছে সঞ্জয় দাস। বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। গ্রেফতার করা হয়েছে পূজা কীর্তনীয়া নামে পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকার এক মহিলাকেও।