Burdwan: মার্জার প্রেম! প্রাণ গেল বাড়ি মালিকের, ঠিক কী ঘটল?

Burdwan Murder: মৃতের ভাই সুরজিৎ দত্ত জানান, অভিযুক্ত সোমনাথ  বছর দুয়েক আগে তাঁর দাদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসে। বাড়ির নীচ তলায় মালিক থাকে। আর বাড়ির দোতালায় থাকতেন ভাড়াটিয়া সোমনাথ রায়। দাদা বিড়াল পছন্দ করতেন। সেই জন্য বিড়ালকে খাবার দিতেন। এই নিয়ে প্রায় দিনই দাদার সঙ্গে ভাড়াটিয়া সোমনাথ রায়ের অশান্তি হত।

Burdwan: মার্জার প্রেম! প্রাণ গেল বাড়ি মালিকের, ঠিক কী ঘটল?
ধৃত অভিযুক্তImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 21, 2025 | 5:58 PM

বর্ধমান:  বিড়ালের প্রতি গভীর ভালবাসা। আর তাতেই প্রাণ গেল বাড়ির মালিকের।মৃতের নাম সন্দীপ দত্ত (৫২)। বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডে ভাড়াটিয়ার মারে প্রাণ গেল বাড়ির মালিকের। অভিযোগ ঘিরে শোরগোল বর্ধমানের কালনা রোডের পীরপুকুরের বিজয়গ পল্লিতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সন্দীপ দত্ত।  ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া সোমনাথ রায়কে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি কালনা রোড এলাকায়।

মৃতের ভাই সুরজিৎ দত্ত জানান, অভিযুক্ত সোমনাথ  বছর দুয়েক আগে তাঁর দাদার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আসে। বাড়ির নীচ তলায় মালিক থাকে। আর বাড়ির দোতালায় থাকতেন ভাড়াটিয়া সোমনাথ রায়। দাদা বিড়াল পছন্দ করতেন। সেই জন্য বিড়ালকে খাবার দিতেন। এই নিয়ে প্রায় দিনই দাদার সঙ্গে ভাড়াটিয়া সোমনাথ রায়ের অশান্তি হত।

শনিবার রাত ৯ টা নাগাদ পোষ্যবিড়ালদের খাবার দেওয়াকে কেন্দ্র করে বাড়ির মালিক সন্দীপ দত্ত ও ভাড়াটিয়া সোমনাথ রায়ের মধ্যে বচসা চরমে ওঠে। বচসার জেরে বাড়ির মালিককে ভাড়াটিয়া ধাক্কা মারলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে জখম হন বাড়ির মালিক।তড়িঘড়ি তাকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ভাড়াটে সোমনাথ রায়কে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। রবিবার ধৃতকে পুলিশের পক্ষ থেকে বর্ধমান আদালতে পেশ করা হয়। সোমনাথ রায়ের বসত বাড়ি ভেঙে সেখানে ফ্লাট বাড়ি হচ্ছে। সেই জন্যই সে বাড়ি ভাড়া নিয়েছে।