Purba Bardhaman: রাতে শাটার কেটে দোকানের ভিতর ঢুকেছিল, কয়েক মিনিটের অপারেশনেই সব শেষ!

Manatosh Podder | Edited By: জয়দীপ দাস

Dec 29, 2024 | 1:27 PM

Purba Bardhaman: সাদ্দাম বলছেন, “প্রায় দে’ড়শোর বেশি মোবাইল ওরা নিয়ে চলে গিয়েছে। সবই প্রায় দামি মোবাইল।” এখন এই বিপুল ক্ষতি তিনি কীভাবে সামাল দেবেন তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না। এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।

Purba Bardhaman: রাতে শাটার কেটে দোকানের ভিতর ঢুকেছিল, কয়েক মিনিটের অপারেশনেই সব শেষ!
দোকানের সিসিটিভি ফুটেজ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

গলসি: নামী মোবাইলের দোকানে দুঃসাহসিক ডাকতি। লুট হয়ে গেল দেড়শোর বেশি মোবাইল। চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের গলসি বাজারে। ক্ষতি লক্ষাধিক টাকার। তদন্তে নেমেছে পুলিশ। সূত্রের খবর, গভীর রাতে দোকানের শাটার কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দেদার লুটপাট চালায়। ভেঙে পড়েছেন দোকানের মালিক এস কে সাদ্দাম। খানিক ধরা গলাতেই বললেন, “এরকম হবে ভাবতে পারিনি। রাতেই বাজার থেকে আমি খবরটা পাই। আমি যখন এসে পৌঁছাই ততক্ষণে সব শেষ।”  

সাদ্দাম বলছেন, “প্রায় দে’ড়শোর বেশি মোবাইল ওরা নিয়ে চলে গিয়েছে। সবই প্রায় দামি মোবাইল।” এখন এই বিপুল ক্ষতি তিনি কীভাবে সামাল দেবেন তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না। এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন বাজারের অন্যান্য ব্যবসায়ীরা। এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তুলেছেন প্রশ্ন। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাজার সমিতির সম্পাদক বজলুর রহমান মণ্ডল। বজলুর বলছেন, “আমরা আতঙ্কিত। যেভাবে প্রকাশ্য রাস্তায় জাতীয় সড়ক এবং বাজারে এত আলোর ভিতরে ডাকাতি হল তা ভাবা যায় না। আমরা চাই নিরাপত্তা জোরদার করা হোক। সেই দাবি থাকছে।” 

এই খবরটিও পড়ুন

একই সুর আর এক ব্যবসায়ী জাহাঙ্গির আলমের গলায়। তিনি বলছেন, “ডিসপ্লেতে থাকা সব মোবাইলই খোয়া গিয়েছে। আমাদের মতো অন্যান্য দোকানদারেরাও শঙ্কিত। আমরা আশা করব পুলিশ ব্যবস্থা নেবে।” এদিকে এলাকার লোকজন বলছেন, চুরি-ছিনতাই এখানে একেবারে নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে। কিন্তু, পুলিশ কী করছে? প্রশ্ন সকলের মনেই। 

Next Article