Body Recover: মা-মেয়ে ঘর গোছাচ্ছিল; যম যে এভাবে থাবা বসাবে, ভাবতেই পারছে না কেউ…

Electrocution: চায়নার দেওর হন বাবলু মিদ্দা। তিনি বলেন, "আমাদের পাশাপাশি বাড়ি। ঘরেই বসে আছি আমি। হঠাৎ হইচই শুনে গিয়ে দেখি এই অবস্থা। বৌদি, ভাইঝি দু'জনই শেষ। ১৬-১৭ বছর বয়স। সামনের বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল মেয়েটার। এমন পরিণতি ভাবতেই পারছি না।"

Body Recover: মা-মেয়ে ঘর গোছাচ্ছিল; যম যে এভাবে থাবা বসাবে, ভাবতেই পারছে না কেউ...
তড়িদাহত হয়ে মৃত্যু। প্রতীকী চিত্রImage Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Aug 15, 2024 | 9:24 PM

পূর্ব বর্ধমান: স্বামী মারা গিয়েছে বছর দু’য়েক হল। ছেলে বাইরে কাজ করে। মেয়েকে নিয়ে মা থাকতেন আউশগ্রামের বাড়িতে। সেই বাড়িতেই বৃহস্পতিবার সকালে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। লোহার মইয়ে উঠে ঘরের পর্দা ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনেরই। নিহতদের নাম চায়না মিদ্দা (৪৫) ও শিবানী মিদ্দা (১৬)। আউশগ্রাম থানার পুবার গ্রামের বাসিন্দা ছিলেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা হাসানুর মোল্লা বলেন, আগামী বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল শিবানীর। এদিন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সকালে স্কুলে গিয়েছিল সে। বাড়ি ফিরে মায়ের সঙ্গে ঘর পরিষ্কারে হাত লাগায়। মা লোহার মইয়ে উঠে কাজ করছিল। হঠাৎ দেখে স্থির হয়ে রয়েছে। কোনও কথা নেই। তাতেই মেয়ের সন্দেহ হওয়ায় সেও মইয়ে হাত দেয়। সঙ্গে সঙ্গে তড়িদাহত হয় শিবানীও। মা মেয়ে দু’জনেরই মৃত্যু হয়।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

চায়নার দেওর হন বাবলু মিদ্দা। তিনি বলেন, “আমাদের পাশাপাশি বাড়ি। ঘরেই বসে আছি আমি। হঠাৎ হইচই শুনে গিয়ে দেখি এই অবস্থা। বৌদি, ভাইঝি দু’জনই শেষ। ১৬-১৭ বছর বয়স। সামনের বছর মাধ্যমিক দেওয়ার কথা ছিল মেয়েটার। এমন পরিণতি ভাবতেই পারছি না।”