Bardhaman: খাটের নিচেও জল, ডুবছে জলের কলও! পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে ঘর ছাড়ছেন দুর্গতরা

Bardhaman Waterlogging: স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিকাশি নালা সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি পৌরসভা। ফলে গোটা এক দশক ধরে সামান্য বর্ষণেই একই চিত্র বারবার দেখা যাচ্ছে। ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দা বিট্টু মাজি ও সুধাময় মাজিরা।

Bardhaman: খাটের নিচেও জল, ডুবছে জলের কলও! পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে ঘর ছাড়ছেন দুর্গতরা
বর্ধমান ব্যাপক জলযন্ত্রণা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 23, 2025 | 7:33 PM

বর্ধমান: প্রবল বর্ষণ চলছে। আবহাওয়া দফতর বলছে এখনই থামছে না। সোমবারের আগে কমছে তীব্রতা। রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে জলযন্ত্রণার ছবি। বেহাল দশা বর্ধমানের পৌর এলাকারও। বৃষ্টিতে জলবন্দি প্রায় দেড়শো পরিবার। শুক্রবার বিকালে তুমুল বৃষ্টি হয় এলাকায়। তাতেই জলমগ্ন হয়ে যায় বর্ধমান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হঠাৎ কলোনির বড় অংশ। অবস্থা এমন দাঁড়ায় যে বাড়ি থেকে বেরই হতে পারছেন না বাসিন্দারা। বাড়ির ভিতরেও ঢুকতে শুরু করেছে জল। ফলে বাধ্য হয়েই অনেকে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিকাশি নালা সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি পৌরসভা। ফলে গোটা এক দশক ধরে সামান্য বর্ষণেই একই চিত্র বারবার দেখা যাচ্ছে। ক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দা বিট্টু মাজি ও সুধাময় মাজিরা। তাঁদের অভিযোগ, “আমাদের কাউন্সিলর কখনওই এলাকায় আসেন না। অধিকাংশ মানুষ তো তাঁকে চিনতেই পারে না। ২৪ ঘণ্টা ধরে আমরা জলবন্দি, অথচ কাউন্সিলর এখনও পর্যন্ত খোঁজও নেননি।” 

যদিও ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ঘটনার কথা আমার জানা নেই। খোঁজ নিচ্ছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” যদিও স্থানীয় বাসিন্দারা বলছেন শহর আসলে অভিভাবকহীন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ক্ষোভ আরও বাড়তেই থাকবে।