Nipah Virus: বর্ধমান মেডিক্যালে ভর্তি ছিলেন নিপা আক্রান্ত নার্স! ১০৩ জনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে

Nipah Virus: তিনি জানিয়েছেন,বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের যে হাউজ় স্টাফ রোগীর 'ক্লোজ কন্টাক্টে' ছিলেন, তাঁকে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। তাঁর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ৮০ জনের নমুনা পাঠানো হয়েছিল।

Nipah Virus: বর্ধমান মেডিক্যালে ভর্তি ছিলেন নিপা আক্রান্ত নার্স! ১০৩ জনকে পাঠানো হল কোয়ারেন্টাইনে
বর্ধমানে ১০৩ জনকে কোয়ারেনন্টাইনেImage Credit source: PTI

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 16, 2026 | 7:42 PM

বর্ধমান: নিপা ভাইরাসে আক্রান্ত নার্স কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাতে সেখানেও ছড়িয়েছে আতঙ্ক। ওই নার্সের সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। শুক্রবার পর্যন্ত চিকিৎসক,নার্স,স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য সহ মোট ১০৩ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম।

তিনি জানিয়েছেন,বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের যে হাউজ় স্টাফ রোগীর ‘ক্লোজ কন্টাক্টে’ ছিলেন, তাঁকে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে। তাঁর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ৮০ জনের নমুনা পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৮ জনের রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে। এই ১৮জনের মধ্যে ১৪ জন বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এবং কাটোয়া হাসপাতালের ৪জন। তবে তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে তিনি জানিয়েছেন।

মুখ্য স্বাস্থ্যাধিকারিক জানান, এখনও পর্যন্ত রোগীর সংস্পর্শে এসেছেন এমন ১০৩ জনের তালিকা তৈরি করা হয়েছে। তাঁদের প্রত্যেককেই হোম কোয়েন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে মুখ্য স্বাস্থ্যাধিকারিক এটা স্পষ্ট করেছেন, এখনও তাঁরা নিশ্চিত নন কীভাবে সংক্রমণ ছড়িয়েছে! তবে খেজুর রস কাঁচা না খাওয়াই ভালো বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাঁর বক্তব্য, “নিপা কোভিডের মতো ওতটা সংক্রামক নয়, তবে কোভিডের থেকে বেশি ভয়ঙ্কর। এই পরিস্থিতি আতঙ্ক বাড়ানোর পরিস্থিতি নয়।সচেতনতা দরকার।”