
পূর্ব বর্ধমান: তরকারি নেই। নেই পুষ্টি উপাদান ডিমও। পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আইসিডিএস কেন্দ্র ভুগছে ‘অপুষ্টি’তে। চিন্তায় মাথায় হাত অভিভাবকদের। অভিযোগ, খাবার বলতে পড়ুয়াদের দেওয়া হচ্ছে শুধুই ভাত।
পূর্ব বর্ধমানের ওই আইসিডিএস কেন্দ্র কিন্তু একা নয়। সাম্প্রতিককালে এই অভিযোগ রাজ্যের বিভিন্ন জেলার আইসিডিএস কেন্দ্রগুলি ঘিরেই উঠেছে। অভিযোগ উঠেছে, অব্যবস্থা, খাদ্যভাবের। এবার একই অভিযোগ ভাতার ব্লকের ১৭১ নম্বর আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধেও। সোমবার গ্রামবাসীদের একাংশ ওই আইসিডিএস কেন্দ্রের সামনেই বিক্ষোভ দেখান। কারণ তাদের সন্তানদের জীবন তো অনেকাংশেই ওই কেন্দ্রের উপর নির্ভরশীল। ইতিমধ্যেই ভাতার ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগও জমা দেওয়া হয়েছে।
এদিন ওই সেন্টারের সহযোগী উমা মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “তরকারি নেই। সরকারের থেকে তরকারি আসছে না। আগে দিয়েছিল, কিন্তু তারপর আর আসেনি। তবে ডিম দেওয়া হয়েছিল। শুধু সোমবার ডিম দেওয়া হয়নি।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৭১ নম্বর আইসিডিএস কেন্দ্রটিতে ৭০ থেকে ৭৫ জন পড়ুয়া রয়েছেন। তাদের একবেলার খাবার নির্ভর করে এই আইসিডিএস কেন্দ্রের উপরেই। কিন্তু সেখানে এখন শুধুই ‘অপুষ্টি’। দেওয়া হচ্ছে সাদা ভাত। অবশ্য, একাংশের আরও অভিযোগ, “মাস তিনেক ধরেই এখানে এমন পরিস্থিতি। এর আগেও অভিযোগ করা হয়েছে। আর শুধুই সাদা ভাতই নয়, সেই রান্নাও অপরিচ্ছন্ন। কখনও পোকা, কখনও টিকটিকি পাওয়া গিয়েছে। ঠিক মতো পড়াশোনা যে হয়, তাও নয়।”