কাটোয়া: ৫০ বছর আগে বিয়ে হয়েছে তাঁদের। তার পর ৫০ বছর ধরে দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাঁরা। এ রকমই ৩০ জোড়া দম্পতিকে নিয়ে অনুষ্ঠান করল কাটোয়ার এক সংস্থা। বর্তমান সময়ে যখন বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ চরম আকার ধারণ করেছে। তখন সমাজের প্রতি বার্তা দিয়েই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা গিয়েছে। রবিবার কাটোয়ার নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল ছাতনাতলার। সেখানেই ছিল পুরদস্তুর বিয়ের আয়োজন। সানাই সুরে মুখরিত হয়েছিল ওই প্রাঙ্গন। সেখানেই ৩০ জোড়়া দম্পতি এসেছিলেন বর-কনে সেজে। একে অপরকে মালা বদলও করেন তাঁরা। এ ভাবেই তাঁদের ৫০ বছরের দাম্পত্য উদযাপন করা হয়।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন ৩০ জোড়া প্রবীণ দম্পতি। বয়সের ভার বাড়লেও বৈবাহিক জীবন, মধুর দাম্পত্য, একসঙ্গে জীবন কাটানোর গল্প শোনালেন তাঁরা। এ বিষয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা রানা চট্টোপাধ্যায় বলেছেন, “দাম্পত্য জীবনে প্রেম, ভালোবাসা, দুঃখ, রাগ, শোক, মান-অভিমান, পাওয়া-না পাওয়ার জ্বালা যন্ত্রণা নিয়েই এই পবিত্র সম্পর্ককে কীভাবে দীর্ঘজীবি করে রাখা যায় সেই পথের দিশা খুঁজতে প্রবীণদের আহ্বান করা হয়েছে।”
ইন্টারনেটের যুগে পেশার ইঁদুরদৌড়ে তরুণ- তরুণীদের দাম্পত্য জীবন শুরু হওয়ার অল্পদিনের মধ্যেই ভেঙে চুরমার হচ্ছে। এর অন্যতম কারণ হল সংসারের তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি। এমনই দাবি পঞ্চান্ন বছরের বিবাহিত জীবন অতিক্রম করা প্রবীণ দুলাল কুমার মুখোপাধ্যায়ের। আর এক দম্পতি নূর মহম্মদ সেখ বলেছেন, “আমি আর আমার স্ত্রী দুটো জান হলেও একই প্রাণ। এখন দিন দিন বিবাহিত সম্পর্ক কাঁচের বস্তুর মতো ঠুনকো হয়ে যাচ্ছে।”