
মেমারি: রাতে খাবার খেয়ে শুয়ে পড়েছিল নাবালক। হঠাৎ চিৎকার। ছুটে এলেন মা-বাবা। ছেলের পায়ে সাপ ছোবল মেরেছে। যন্ত্রণায় ছটফট করছে নাবালক। এরপর আর কী?ঘরে হুলস্থুল কাণ্ড। গভীর রাতেই ছেলেকে নিয়ে ছুটলেন হাসপাতালে। কিন্তু নাহ শেষ রক্ষা হল না। কালাচ সাপের ছোবলে মৃত্যু তার। শোকের ছায়া পূর্ব বর্ধমানের মেমারির রসুলপুরে।
মৃতের নাম রনি তুড়ি (১৫)। বাড়ি রসুলপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খাওয়া-দাওয়ার পর বিছানাতে শুয়ে থাকা অবস্থায় রনি তুড়িকে সাপে কামড়ায় বলে দাবি। বিষয়টি জানাজানি হতেই পরিবারের সদস্যরা সাপটিকে ধরে ব্যাগবন্দি করেন। তারপর ওই অবস্থায় রনিকে গভীর রাতে মেমারী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাবালকের।
মৃতের বাবা মিলন তুড়ি জানান, “রাতের বেলা ছেলে খেয়ে দেয়ে শুয়ে পড়েছিল। সেই সময় ওকে বিছানাতেই সাপে কামড়ায়। ছেলে যন্ত্রণায় ছটফট করছিল। আমাদের বলার পর দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যাই। তবুও শেষরক্ষা হল না। ছেলেকে কালাচ সাপ কামড়েছিল।’