Bardhaman: বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
Bardhaman: জানা গিয়েছে, নাবালিকা ঘটনার দিন মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেদিন একাই ছিল সে। আর সেই সুযোগ কাজে লাগায় অভিযুক্ত যুবক। বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকা বাবা জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন।
বর্ধমান: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক। অভিযুক্তের বাড়ি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকায়। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত মুর্শিদাবাদ থেকে কাজের সূত্রে জামালপুরে এসেছিল। অন্যদিকে নাবালিকার বাড়ি জামালপুর থানা এলাকায়।
জানা গিয়েছে, নাবালিকা ঘটনার দিন মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেদিন একাই ছিল সে। আর সেই সুযোগ কাজে লাগায় অভিযুক্ত যুবক। বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার কথা জানাজানি হতেই নাবালিকা বাবা জামালপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ।
প্রসঙ্গত, তিলোত্তমার ঘটনার পর তোলপাড় হয়েছে গোটা রাজ্য। পথে নামেন শ’য়ে-শ’য়ে মানুষ। রাজ্যের বিভিন্ন জায়গায় চলে প্রতিবাদ কর্মসূচি। কিন্তু তারপরও হাল ফিরছে কি? পরিস্থিতি একই। কখনও নাবালিকাকে ধর্ষণ, কখন আবার শিশুকে ধর্ষণ, কখনও বা যুবতীর উপর অত্যাচারের অভিযোগ উঠেই আসছে। তবে একই সঙ্গে পুলিশি নজরদারিও বেড়েছে। কোনও ঘটনা ঘটলে দ্রুত পুলিশ তার ব্যবস্থাও নিচ্ছে। এর অন্যতম উদাহরণ হল জয়নগর। সেখানে ঘটনার ৬২ দিনের মধ্যেই আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে।