Maha Kumbh Stampede: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার বৃদ্ধা, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

Maha Kumbh Stampede: তার মধ্যে পরিবারের সদস্যের যদি খোঁজ না মেলে আরও চিন্তা তৈরি হয় পরিবারের মধ্যে। জানা যাচ্ছে,কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ বৃদ্ধা। উদ্বেগে পরিবার। নিখোঁজ ডায়েরি করাতে কাটোয়া থানায় দ্বারস্থ পরিবার।

Maha Kumbh Stampede: মহাকুম্ভে গিয়ে নিখোঁজ কাটোয়ার বৃদ্ধা, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের
ভারতী বালা ঘোষImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 30, 2025 | 1:08 PM

কাটোয়া: উদ্বেগ কাটছে না ঘোষ পরিবারে। কারণ, বুধবারই মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ঘটেছে। সেই খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন পরিবারের লোকজন। তার মধ্যে পরিবারের সদস্যের যদি খোঁজ না মেলে আরও চিন্তা তৈরি হয় পরিবারের মধ্যে। জানা যাচ্ছে,কুম্ভ মেলায় গিয়ে নিখোঁজ বৃদ্ধা। উদ্বেগে পরিবার। নিখোঁজ ডায়েরি করাতে কাটোয়া থানায় দ্বারস্থ পরিবার।

নিখোঁজ মহিলার নাম ভারতী বালা ঘোষ। বয়স ৭০। বাড়ি কাটোয়ার মনসা পাড়ায়। গতকাল বিকালের পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন বলে জানাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। খবর পাওয়া মাত্রই উদ্বিগ্ন পরিবারের সকলে। নিখোঁজ বৃদ্ধার খোঁজে কাটোয়া থানায় দারস্থ তার পরিবার। নিখোঁজ ডায়েরি করা হচ্ছে।

পরিবারের তরফে জানা গিয়েছে, ভারতীদেবী কাটোয়া থেকে কুম্ভ মেলার জন্য একটি দল রওনা দেন গত সোমবার। গত বুধবার দুপুর নাগাদ স্নানের উদ্দেশ্যে যাওয়ার গিয়েছিলেন। তারপর থেকেই  আর কোনও খোঁজ মিলছে না। তার কাছে কোন মোবাইল ফোন না থাকায় যোগাযোগ করতে পারছে না পরিবার। সঙ্গে থাকা দলের অন্য সদস্যরাও খুঁজে পাচ্ছে না ভারতীকে। বৃদ্ধাকে খুঁজতে তাঁর পরিবারের কয়েকজন কুম্ভর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বৃদ্ধার নাতনী বলেন, “আমার ঠাকুমা ভারতী বালা ঘোষ উনি গিয়েছিলেন কুম্ভে। একশো জন টিমের সঙ্গে যান। কালকে স্নান করেছেন। তারপর আর খুঁজে পাওয়া যাচ্ছে না।”