Murshidabad: চালক ঘুমিয়ে পড়তেই বর্ধমানের রাস্তায় আবির্ভূত হলেন খোদ ‘যমদূত’

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 06, 2023 | 11:24 AM

Murshidabad: জানা গিয়েছে, মদন দাসকে চার চাকা করে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন তিনজন। বাড়ি ফেরার সময় অভিযোগ, চালক ঘুমিয়ে পড়েন। তখনই ঘটে যায় অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় গাড়িটি। আহতদের সকলকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Murshidabad: চালক ঘুমিয়ে পড়তেই বর্ধমানের রাস্তায় আবির্ভূত হলেন খোদ যমদূত
বর্ধমানের রাস্তায় এ কী কাণ্ড
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মুর্শিদাবাদ: ডাক্তার দেখাতে যাচ্ছিলেন চারজন। তবে বিপদ যে পথে ওত পেতে বসেছিল তা ঠাউর করতে পারেননি ওরা। গাড়ি নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার। খোদ যমদূত যেন এসে নিয়ে গেল ওই ব্যক্তিকে। জানা যাচ্ছে, নয়ানজুলিতে পড়ে মৃত্যু হল প্রৌঢ়ের। বর্ধমানের ঘটনা। মৃতের নাম মদন দাস (৫৫)। জখম আরও তিনজন।

জানা গিয়েছে, মদন দাসকে চার চাকা করে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলেন তিনজন। বাড়ি ফেরার সময় অভিযোগ, চালক ঘুমিয়ে পড়েন। তখনই ঘটে যায় অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় গাড়িটি। আহতদের সকলকে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এলাকাবাসী। তাঁদের তৎপরতায় গাড়ি থেকে বের করে হাসপাতালে পাঠানো হয়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ জঙ্গিপুর মহুকুমা হাসপাতালের মর্গে পাঠায়। এই বিষয় প্রত্যক্ষদর্শী বলেন, “আমি এসে দেখলাম গাড়ি পড়ে রয়েছে। তার মধ্যে চারজন যাত্রী ছিল। বর্ধমান থেকে অপারেশন করে ফিরছিলেন। যার অপারেশন হয়েছিল তিনি মারা গিয়েছেন। বাকি তিনজনের হাত মুখ কেটে গিয়েছে।”

 

 

 

 

Next Article