Attack on BJP Candidate: বিজেপি প্রার্থীর বাড়িতে লাঠি নিয়ে চড়াও হল কারা? চাঞ্চল্য বর্ধমানে
Attack on BJP Candidate: অন্তত ১০-১২ জন দুষ্কৃতী ওই প্রার্থীর বাড়িতে গিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো সামনে এনেছে প্রার্থীর পরিবার।
পূর্ব বর্ধমান: ভোট এগিয়ে আসছে। বাড়ছে অভিযোগের বহর। লাঠি, বাঁশ নিয়ে প্রার্থীর বাড়িতে চড়াও হল দুষ্কৃতীরা! এমনই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামে। ওই গ্রামের ৯২ ও ৯৮ নম্বর বুথের প্রার্থী বিমল দাস ও তাঁর স্ত্রী মমতা দাস। তাঁদের বাড়িতেই কেউ বা কারা গিয়ে হুমকি দিয়েছে বলে অভিযোগ। সোমবার দুপুরে ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না বিমল দাস। তাঁর স্ত্রী ও মেয়েকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী অভিষেক পালের নেতৃত্বেই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে।
অন্তত ১০-১২ জন দুষ্কৃতী ওই প্রার্থীর বাড়িতে গিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো সামনে এনেছে প্রার্থীর পরিবার। তবে সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তারা সবাই তৃণমূল কর্মী ছিলেন বলেই দাবি করা হয়েছে। ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বিজেপি নেতা রাজকুমার হাজরার অভিযোগ, গোটা রাজ্যে যে ভাবে শাসক দল অত্যাচার করছে, সেভাবেই একই রকম ঘটনা ঘটল এই গ্রামে। প্রার্থীকে প্রাণে মেরে ফেলতেই তাঁর বাড়িতে এই হামলা হয়েছিল বলে দাবি বিজেপি নেতার। বিজেপি প্রার্থী বিমল দাস জানান, তিনি ভোটের প্রচারের কাজে বেরিয়ে ছিলেন। সেই সময় লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালানো হয়েছে তাঁর বাড়িতে। প্রার্থীও বলেন, ‘আমাকে ওরা খুঁজছিল খুন করে দেবে বলে।’
তবে, শাসক দলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস স্পষ্ট বলেন, এই অভিযোগের কোনও ভিত্তি নেই। প্রচারে মানুষের সাড়া পাচ্ছেন না বলেই এমন সব অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তিনি। অভিযোগের সত্যতা প্রমাণ হলে প্রশাসন ব্যবস্থা নেবে বলেও দাবি করেছেন তিনি।