WB Panchayat Polls 2023: দলে দলে মনোনয়ন প্রত্যাহার করলেন নেতা-কর্মীরা, বর্ধমানে বড় ধাক্কা তৃণমূলের

Manatosh Podder | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 21, 2023 | 12:58 AM

WB Panchayat Polls 2023: তৃণমূলের ওই নেতারা জানিয়েছেন, বিধায়কের সঙ্গে আলোচনা করেও কোনও রফা সূত্র মেলেনি। আপাতত তাঁরা সাধারণ ভোটার হয়েই থাকতে চান।

WB Panchayat Polls 2023: দলে দলে মনোনয়ন প্রত্যাহার করলেন নেতা-কর্মীরা, বর্ধমানে বড় ধাক্কা তৃণমূলের
মনোনয়ন প্রত্যাহার করলেন শসাক দলের নেতারা

Follow Us

রায়না: দলের ঘোষিত তালিকা অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মঙ্গলবার মনোনয়ন তুলে নিলেন পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লকের এক বড় অংশের তৃণমূল নেতা-কর্মী। জানিয়ে দিলেন, তাঁরা আর রাজনীতিতে সক্রিয় থাকছেন না, শুধুমাত্র ভোটার হয়েই থাকতে চান। মঙ্গলবার দল বেঁধে মনোনয়ন প্রত্যাহার করতে ব্লক অফিসে যান তাঁরা। অভিযোগ, ঘোষিত প্রার্থী হিসেবে তাঁরা মনোনয়ন দিলেও তাঁদের দলীয় প্রতীক মেলেনি।

সোমবারই পূর্ব বর্ধমানের রায়না ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল দলের একাধিক পদাধিকারীকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেছিলেন।মনোনয়নপত্র জমা করেও প্রতীক না পাওয়া তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, সন্ধ্যার মধ্যে দল যদি কোনও সদর্থক ভূমিকা না নেয়, তাহলে সব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন তাঁরা, দলের হয়ে আর কোনও কাজও করবেন না। মঙ্গলবারই দল বেঁধে মনোনয়নপত্র প্রত্যাহার করতে ব্লক অফিসে যান তাঁরা।

তাঁরা জানান, বিধায়কের সঙ্গে আলোচনা করেও কোনও রফা সূত্র মেলেনি। আপাতত তাঁরা সাধারণ ভোটার হয়েই থাকতে চান। রায়না ২ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জুলফিকার আলি খান জানিয়েছেন, ঘোষিত প্রার্থী হয়েও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারেননি ১৩০ থেকে ১৩৫ জন প্রার্থী। শেষ পর্যন্ত ৩৫ জন মনোনয়ন তুলে নিতে সক্ষম হন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ব্লক সভাপতি অসীম পাল, সহ সভাপতি অরুণ চৌধুরী এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জুলফিকর আলি খান। ৮০ জন সময় পেরিয়ে যাওয়ায় মনোনয়ন তুলে নিতে পারেননি। ফলে ৮০ জন নির্দল হিসেবে থেকে গিয়েছেন।

রায়না ২ নম্বর ব্লকে গ্রাম পঞ্চায়েতের আসন ১৪৪ এবং পঞ্চায়েত সমিতির ৪৪ টি। ওই তৃণমূল নেতাদের অভিযোগ, রায়না ২ নম্বর ব্লকের ঘোষিত প্রার্থী তালিকার ৫০ শতাংশ আসন দিয়ে দেওয়া হয়েছে বিধায়ক শম্পা ধাড়ার ঘনিষ্ঠ কিছু মানুষকে। যাঁদের মধ্যে দুর্নীতির সঙ্গে যুক্ত কর্মীদের নাম রয়েছে বলেও অভিযোগ। তাই প্রতিবাদ জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়ে দলের সাধারণ ভোটার হিসেবে থাকতে চান ওই তৃণমূল নেতারা।

Next Article