
পূর্বস্থলী: দীর্ঘদিন থেকেই উঠছিল অভিযোগটা। কিন্তু, বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছিল না। উল্টে এমন খাবার দেওয়া হচ্ছিল যে তা একেবারে বাচ্চাদের মুখে তোলার অযোগ্য। এমনটাই অভিযোগ অভিভাবকদের। কথায় কাজ না হওয়ায় এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন অভিভাবকরা। নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার এক অঙ্গনওয়ারি শিক্ষিকাকে স্কুলের ঘরের ভিতর তালা বন্ধ করে রাখলেন গ্রামবাসীরা। তাতেই শোরগোল গোটা এলাকায়।
বৃহস্পতিবার পূর্বস্থলীর চুপির চর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ খিচুড়িতে, পোকা মিলেছে। বুধবার এই ঘটনার পর বৃহস্পতিবার ফের রান্নার কাজ শুরু হয়। কিন্তু অভিভাবকরা বলছেন, তারপরেও অবস্থার কোনও বদল হয়নি। বৃহস্পতিবার রান্নার মাঝে ফের চালে পোকা দেখা যায়। চালের উপর একেবারে কিলবিল করছে।
দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রতিবাদে অঙ্গনওয়ারি শিক্ষিকাকে ঘরের মধ্যে তালা বন্দি করে রাখেন তাঁরা। ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই অঙ্গনওয়ারি স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পূর্বস্থলী থানার পুলিশ। তাঁরাই শেষ পর্যন্ত ওই শিক্ষিকাকে উদ্ধার করেন। একইসঙ্গে সিডিপিও এসে আলাদা করে পুরো বিষয়টি খতিয়ে দেখেন। তবে সরকারের কোনও আধিকারিকই এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খোলেননি।