
ভাতার: পেট্রোলের সঙ্গে মেশানো হয়েছে জল। এই অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের ভাতারে একটি পেট্রোল পাম্পে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ভাতার থানার পুলিশ বাহিনী।
বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ধারে ভাতারের বেলেণ্ডা গ্রামের মোড়ের কাছে রয়েছে একটি পেট্রল পাম্প। সোমবার সকালে কয়েকজন বাইক আরোহী ওই পেট্রল পাম্প থেকে তেল কিনে নিয়ে যান।
অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই ওই সমস্ত বাইকের স্টার্ট বন্ধ হতে থাকে। অচল হয়ে যায় গাড়ি। মেকানিকের কাছে নিয়ে গেলে জানা যায় পেট্রলের সঙ্গে জল মেশানো থাকায় এই বিভ্রাট। এরপরেই স্থানীয়রা একজোট হয়ে পেট্রোল পাম্পে বিক্ষোভ শুরু করেন।
অন্যদিকে মঙ্গলবার সকালে ভাতারের বড়বেলুনের বাসিন্দা বিজয়চাঁদ রায় তাঁর গাড়ির চালককে তেল আনতে পাঠান। সেই তেল দেখে সন্দেহ হওয়ায় পেট্রোল পাম্পে তিনি গিয়ে খোঁজখবর শুরু করেন। এরপর আরও অনেকের মুখে একই অভিযোগ শুনতে পান তিনি। এরপরই পাম্প কর্তৃপক্ষকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।
অভিযোগ, আগেও ভাতারের এই পেট্রল পাম্পে এই ধরনের ভেজাল মেশানো পেট্রল দেওয়া হয়েছিল। ঘটনার জেরে পেট্রল পাম্প বন্ধ রেখে দেয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে ওই পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।