
পূর্ব মেদিনীপুর: পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রতারণা চক্রের পর্দাফাঁস, নিউ দিঘা থেকে ধৃত ৭। রবিবার রাজ্যজুড়ে যখন পুলিশের নিয়োগ পরীক্ষা চলছে, ঠিক তার আগেই পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা থেকে একটি বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ।জানা গেছে, এদিন পরীক্ষা শুরুর আগেই নিউ দিঘার একটি বেসরকারি গেস্ট হাউস থেকে এই চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সংশ্লিষ্ট নিয়োগ পরীক্ষা সংক্রান্ত প্রতারণার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ সূত্রের দাবি।এছাড়াও, এই চক্রের সঙ্গে যোগাযোগ রাখা প্রায় ৩০ জন পরীক্ষার্থীকে ওই গেস্ট হাউসেই নজরবন্দি করে রেখেছে পুলিশ। ধৃতদের কাঁথি আদালতে পেশ করা হবে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ।
রাজ্য পুলিশে কনস্টেবল পদে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস সহ আটক ৬ পরীক্ষার্থী। রাজ্য পুলিশে কনস্টেবল পদে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ডিভাইস-সহ আটক হয়েছে ৬ পরীক্ষার্থী। তেহট্ট ও পলাশিপাড়া মহকুমার বিভিন্ন কেন্দ্র থেকে মোট পাঁচ পরীক্ষার্থীকে মোবাইল ডিভাইসসহ আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেহট্টের জিৎপুর উচ্চ বিদ্যালয়ে দুই পরীক্ষার্থী, তেহট্ট উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী এবং বেতাই উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে আরও একজনকে মোবাইল ডিভাইস-সহ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় ধরা হয়। এছাড়াও গোপীনাথপুর নেতাজি বিদ্যাপীঠে দুই পরীক্ষার্থী একইভাবে আটক হয়েছে।
অভিযোগ, পরীক্ষার্থীরা গোপনে মোবাইল ডিভাইস নিয়ে হলে প্রবেশের চেষ্টা করছিলেন। নিরাপত্তার অংশ হিসেবে কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশি চলাকালীন তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য সকলকে থানায় নিয়ে যায় পুলিশ।