Burdwan: বর্ধমানের এই হোটেলেই বসত আসর! পুলিশ তদন্তে নেমে জানতে পারল…

Burdwan: তদন্তের স্বার্থে ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেছেন পকসো আদালতের বিচারক দেবশ্রী হালদার।

Burdwan: বর্ধমানের এই হোটেলেই বসত আসর! পুলিশ তদন্তে নেমে জানতে পারল...
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 11, 2025 | 10:22 PM

বর্ধমান: নাবালিকা সহ যুবতীদের আটকে চলত যৌন শোষণ! নবাবহাটে হোটেলে মধুচক্রের নেপথ্যের কাহিনী ভাবিয়ে তুলছে তদন্তকারীদেরও। মঙ্গলবার বর্ধমানের নবাবহাট সংলগ্ন জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে এক নাবালিকা ও চার মহিলাকে উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ডিএসপি হেডকোয়ার্টার দেবাশিস চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে বর্ধমান মহিলা থানার পুলিশ হোটেলের ম্যানেজার সহ চারজনকে গ্রেফতার করেছে।

ধৃতদের বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার ধৃতদের বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। একই সঙ্গে নাবালিকা ও চার মহিলাকেও আদালতে হাজির করে পুলিশ।

তদন্তের স্বার্থে ধৃত দুজনকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করেছেন পকসো আদালতের বিচারক দেবশ্রী হালদার। বাকি দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। একইসঙ্গে আদালতের পক্ষ থেকে নাবালিকাকে হোমে পাঠানোর ও চার মহিলাকে বন্ডে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবাবহাটের ১১৪ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা এই হোটেলটিতে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেই হোটেলে হানা দেয় পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে টাকার বিনিময়ে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের নিয়ে এসে অস্বাস্থ্যকর পরিবেশে যৌন শোষণ চলত দিনের পর দিন। হোটেল থেকে নগদ ৩৮,৩০০ টাকা বাজেয়াপ্তও করেছে পুলিশ।