Potato: আলু বোঝাই ট্রাকের লম্বা লাইন! শান্তিনিকেতনে পৌঁছতে নাজেহাল পর্যটকরা, কেন এমন হাল

Potato: বর্ধমানের উপর দিয়ে গুসকরা বা ভেদিয়া হয়ে যাঁরা শান্তিনিকেতন যাচ্ছেন, তাঁদের মধ্যে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন। কারণ রাস্তায় দাঁড়িয়ে আছে আলুবোঝাই গাড়ি।

Potato: আলু বোঝাই ট্রাকের লম্বা লাইন! শান্তিনিকেতনে পৌঁছতে নাজেহাল পর্যটকরা, কেন এমন হাল
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 13, 2025 | 9:59 PM

বর্ধমান: আলুবোঝাই গাড়ির লম্বা লাইনের ফলে জাতীয় সড়কে যানজট। ঘন্টার পর ঘন্টা আটকে দুর্ভোগ চরমে যাত্রীদের।

দোল উৎসবের জন্য অনেকেই যাচ্ছেন শান্তিনিকেতন। কিন্তু যাওয়ার পথে বিভ্রাট। পর্যটকরা সমস্যায় পড়েছেন। কারণ রাস্তায় তীব্র যানজট। বর্ধমানের উপর দিয়ে গুসকরা বা ভেদিয়া হয়ে যাঁরা শান্তিনিকেতন যাচ্ছেন, তাঁদের মধ্যে অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন। কারণ রাস্তায় দাঁড়িয়ে আছে আলুবোঝাই গাড়ি। তার জেরেই জাতীয় সড়কে এই তীব্র যানজট।

যাত্রী ও চালকরা জানাচ্ছেন, এই এলাকায় রাস্তার ধারে অনেক হিমঘর রয়েছে। জানা গিয়েছে, ১০টিরও বেশি হিমঘর রয়েছে ওই রাস্তায়। সেই কারণে সারাদিন রাত প্রচুর আলু বোঝাই ট্রাক্টর ও লরি রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে। গাড়ি কার্যত এগোতেই পারছে না। কেউ দু ঘন্টা, কেউ তিন ঘন্টাও আটকে আছেন।

আসলে হিমঘরে আলু রাখতে হিমসিম খেতে হচ্ছে চাষিদেরও। রীতিমত লড়াই চলছে হিমঘরে আলু রাখা নিয়ে। তাই রাস্তা জুড়ে লম্বা লাইন পড়েছে। ওয়েষ্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের গুসকরা ইউনিটের সভাপতি বনবিহারী ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এবছর আলুর ফলন মারাত্মক হয়েছে। সবাই হিমঘরে আলু রাখতে চাইছেন। এতেই জটিলতা বেড়েছে। সরকারি আলু কেনার পরিকাঠামোও দুর্বল বলে দাবি করেছেন তিনি। এছাড়া শ্রমিকেরও অভাব রয়েছে। সেই কারণেই লম্বা লাইন পড়েছে হিমঘরের সামনে।