
কাটোয়া: কখনও বারাসত, কখন বর্ধমান, কখনও মুর্শিদাবাদ, কখনও বা বাঁকুড়া….। জায়গা-জায়গা থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ভারত বিরোধী মন্তব্যের জন্য। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও এক ব্যক্তি। তারপরই গ্রেফতার করা হল অভিযুক্তকে। ধৃতের নাম রবিউল খান।
পুলিশ সূত্রে খবর,ওই যুবক হায়দরাবাদের একটি হোটেলে কাজ করেন। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পাকিস্তানপন্থী মন্তব্য ও আগ্নেয়াস্ত্রসহ ছবি পোস্ট হয়। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, ‘পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান কখনো মুছবে না,মুছে যাবে হিন্দুত্ববাদ হিন্দুস্তান’ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশদ্রোহিতা ও দেশবিরোধী কার্যকলাপের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। যদিও ধৃতের পরিবারের দাবি, তিনি অনিচ্ছাকৃতভাবে বা ভুলবসত ওই পোস্টটি শেয়ার করেছিলেন।
স্থানীয় বাসিন্দা বলেন, “এক বাংলাদেশির পোস্ট ও শেয়ার করে ফেলেছে। ও বুঝতেও পারেনি। তার জন্যই ওকে তুলে নিয়ে গেল পুলিশ। যদিও ও ফেসবুকে ক্ষমা চেয়ে নিয়েছিল সকলের কাছে। তবে আমরা পুলিশে জানিয়েছি।”