Burdwan: ছিটকে লাগল রক্ত, কী ঘটল! প্রেম করে বিয়ে করার পরও এত বড় ঘটনা!

Burdwan: প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে অশান্তি হত। কয়েক মাস আগে সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে ওই গৃহবধূ থানার দ্বারস্থ হন। কয়েকদিন জেলে কেটেছিল বিজয় দাসের।

Burdwan: ছিটকে লাগল রক্ত, কী ঘটল! প্রেম করে বিয়ে করার পরও এত বড় ঘটনা!
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 05, 2025 | 8:26 PM

বর্ধমান: ভাতারের পালার গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় সোমবার সন্ধ্যায়।

জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম ক্ষ্যান্ত মাজি ওরফে পূজা মাজি। তাঁর বাবার বাড়ি জামালপুরের শুনরিয়া গ্রামে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল পালার গ্রামের বিজয় দাসের সঙ্গে। পরিবারের লোকজন জানিয়েছে, প্রেমের সম্পর্কের পর বিয়ে করেছিল তারা।

তবে প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে অশান্তি হত। কয়েক মাস আগে সেই অশান্তি চরম পর্যায়ে পৌঁছলে ওই গৃহবধূ থানার দ্বারস্থ হন। কয়েকদিন জেলে কেটেছিল বিজয় দাসের।

আর, আজ সোমবার প্রতিবেশীরা জানিয়েছেন সকাল থেকে আবার তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একসময় বচসা চরমে পৌঁছয়। ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে । পুলিশ বিজয় দাসকে আটক করেছে। অভিযুক্তের দাবি, তিনি খুন করেননি। তাঁর স্ত্রী গলায় দড়ি দিয়েছে বলে তাঁর দাবি। মারামারির সময় কাচ ভেঙে তাঁর গায়ে রক্তও লেগেছে।