দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্য়ু, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের

Jun 13, 2021 | 8:19 AM

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর (Car Accident)। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) গুসকরা ধারাপাড়া এলাকা।

দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্য়ু, দেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের
পূর্ব বর্ধমানে দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর

Follow Us

পূর্ব বর্ধমান: গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর (Car Accident)। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব বর্ধমানের (Purbo Bardhaman) গুসকরা ধারাপাড়া এলাকা। দেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেহ উদ্ধারে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। মৃতের নাম অজিত লোহার (৩৫)।

জানা গিয়েছে, অজিত লোহারের বাড়ি গুসকরার সুশীলার লোহারপাড়া এলাকায়। তিনি স্থানীয় একটি হিমঘরের গাড়ি চালান। শনিবার কাজ সেরে সাইকেল নিয়েই অনান্য দিনের মতো বাড়ি ফিরছিলেন তিনি। সেসময় গুসকরা মানকর সড়কের ধরে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি মারুতি ভ্যান ধাক্কা মারে।

সাইকেল থেকে ছিটকে পড়ে যান অজিত। থেঁতলে যায় তাঁর মাথা। রক্তাক্ত অবস্থায় বেশ কিছু সেখানেই পড়ে থাকেন তিনি। পরে স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয় অজিতের। এরপর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এলাকায় যান নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা নেই। প্রায়শই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ এলাকাবাসীর। গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে চলে। তাই সামনে কিছু চলে এলে নিয়ন্ত্রণ রাখতে পারেন না চালকরা। আর তাতেই দুর্ঘটনা। এর আগেও স্থানীয়রা প্রতিবাদে সরব হয়েছিলেন।

আরও পড়ুন: চিৎপুরে উদ্ধার গঙ্গায় ভেসে আসা বৃদ্ধের দেহ

এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণের দাবিতে দেহ আটকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশও। ঘাতক চালকের খোঁজ করছে পুলিশ।

Next Article