Purbo Burdwan: বই কিনতে আসছিলেন কলকাতায়, ট্রেন থেকে পড়ে মৃত্যু মেধাবী ছাত্রের

Purbo Burdwan: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র পিয়াল পড়াশোনা সংক্রান্ত বিষয়ে রবিবার কলকাতায় আসছিলেন। শক্তিগড় স্টেশনের কাছে ট্রেন থামলে প্লাটফর্মে নামেন পিয়াল।

Purbo Burdwan: বই কিনতে আসছিলেন কলকাতায়, ট্রেন থেকে পড়ে মৃত্যু মেধাবী ছাত্রের
মৃত ছাত্রের বাবাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 17, 2025 | 6:01 PM

বর্ধমান: ট্রেন থেকে পরে মৃত্যু হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রের।মৃত ছাত্রের নাম পিয়াল পাল-(২২)। বাড়ি বাঁকুড়ার জেলার জয়পুরের কাঁটাগোড়ে।

জিআরপি ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র পিয়াল পড়াশোনা সংক্রান্ত বিষয়ে রবিবার কলকাতায় আসছিলেন। শক্তিগড় স্টেশনের কাছে ট্রেন থামলে প্লাটফর্মে নামেন পিয়াল। এরপর ট্রেন সিগন্যাল দিতেই ফের উঠতে যান।  এরপর ট্রেন ছাড়তেই ট্রেনে উঠতে গিয়ে পরে গিয়ে গুরুতরভাবে জখম হন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত ছাত্র পিয়াল পালের বাবা দেবদাস পাল বলেন, রবিবার থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি ছিলেন তাঁর ছেলে। রাতে আরও ভাল চিকিৎসা পরিষেবার জন্য কলকাতা নিয়ে যাওয়ার পথে বর্ধমান শহরের মধ্যেই মৃত্যু হয় তাঁর।

রবিবার কলকাতায় বই কিনতে আসছিলেন পিয়াল। যাওয়ার পথে শক্তিগড় স্টেশনে দুর্ঘটনা ঘটে। সোমবার বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে মৃতদেহের ময়নাতদন্ত হয়।