Purbo Burdwan: তৃণমূল ছাত্র পরিষদের মিটিংয়ে গোষ্ঠীকোন্দল, প্রকাশ্যেই কিল, চড়-ঘুষি

Manatosh Podder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 02, 2024 | 10:46 PM

Purbo Burdwan: প্রস্তুতি সভার আয়োজক ছিলেন স্বরাজ ঘোষের অনুগামীরা। কিন্তু প্রস্তুতি সভায় শেখ সাদ্দামের অনুগামীরা ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে ক্ষণিকের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ কলেজ ক্যাম্পাসের মধ্যেই দু'পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

Purbo Burdwan: তৃণমূল ছাত্র পরিষদের মিটিংয়ে গোষ্ঠীকোন্দল, প্রকাশ্যেই কিল, চড়-ঘুষি
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বর্ধমান:  তৃণমূল ছাত্র পরিষদের মিটিংয়েও দলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এল। বচসা গড়ায় হাতাহাতিতে। ২৮ অগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তারই প্রস্তুতি সভার আয়োজন করা হয় শুক্রবার বিকালে রাজ কলেজে অডিটোরিয়ামে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। সভা শুরু হবার আগে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেখ সাদ্দামের গোষ্ঠীর সঙ্গে বর্তমান তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষের অনুগামীরা প্রথমে বাগবিতণ্ডায় জড়ায়। শেষে তা চূড়ান্ত বিশৃঙ্খলায় পরিণত হয় দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে । প্রকাশ্যে চড়, কিল ও ঘুষি মারামারি হয়।
ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হন তিন ছাত্র।

প্রস্তুতি সভার আয়োজক ছিলেন স্বরাজ ঘোষের অনুগামীরা। কিন্তু প্রস্তুতি সভায় শেখ সাদ্দামের অনুগামীরা ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনাকে কেন্দ্র করে ক্ষণিকের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ কলেজ ক্যাম্পাসের মধ্যেই দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আহত হন দু’পক্ষের তিন ছাত্র। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এবিষয়ে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, তাঁর কাছে এরকম কোনও খবর নেই। আগামী ২৮ অগষ্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই জেলা থেকে বহু সংখ্যায় ছাত্রছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের বার্তা শুনতে কলকাতায় যাবে বলে তিনি জানান। ঘটনায় বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি নেতা মানিক রায় বলেন, “কলেজে কাটমানির ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ। শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিচ্ছে তৃণমূল সরকার।”

Next Article