Purbo Burdwan: স্বাস্থ্যকেন্দ্রে ঘুটঘুটে অন্ধকার, আলো-হাওয়ার অভাবে দমবন্ধ পরিস্থিতি রোগীর!

Purbo Burdwan: রবিবার রাত ২ টো নাগাদ আচমকাই বিদ্যুৎ চলে যায় । গোটা স্বাস্থ্য কেন্দ্র ডুবে যায় অন্ধকারে । ওয়ার্ডে রোগীরা বসে, অথচ নেই বিদ্যুৎ। কী কারণে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হল, তা এখনও জানা যায়নি । অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও বিদ্যুৎ আসেনি। তীব্র গরমে কষ্ট আরও বাড়ে রোগীদের ।

Purbo Burdwan: স্বাস্থ্যকেন্দ্রে ঘুটঘুটে অন্ধকার, আলো-হাওয়ার অভাবে দমবন্ধ পরিস্থিতি রোগীর!
স্বাস্থ্যকেন্দ্রে অসুস্থ রোগী Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 14, 2025 | 11:56 AM

পূর্ব বর্ধমান: রাতভর স্বাস্থ্য কেন্দ্রে নেই বিদ্যুৎ, অন্ধকারে ডুবে গরমে আরও অসুস্থ রোগীরা। দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না পূর্ব বর্ধমানের গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ রাত ২টোয় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর সোমবার সকালে ৬টায় বিদ্যুৎ ফেরে ৷ ফলে অন্ধকারাচ্ছন্ন স্বাস্থ্য কেন্দ্রে টর্চ ও মোবাইলও ছিল ভরসা ৷ ভরসা ছিল হাতপাখা। গরমে আরও অসুস্থ হয়ে পড়েন রোগীরা ৷

রবিবার রাত ২ টো নাগাদ আচমকাই বিদ্যুৎ চলে যায় । গোটা স্বাস্থ্য কেন্দ্র ডুবে যায় অন্ধকারে । ওয়ার্ডে রোগীরা বসে, অথচ নেই বিদ্যুৎ। কী কারণে গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হল, তা এখনও জানা যায়নি । অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও বিদ্যুৎ আসেনি। তীব্র গরমে কষ্ট আরও বাড়ে রোগীদের ।

একে গরমে রক্ষে নেই, লোডশেডিং দোসর ! স্বাস্থ্য কেন্দ্রে এমনিতেই রোগীরা কাতরাচ্ছেন । তার উপর আবার বিদ্যুৎ না-থাকার কারণে সীমাহীন দুর্ভোগ । গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমনই অভিযোগ উঠল । এই ঘটনায় রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন । এই বিষয়ে বিদ্যুৎ বিভাগের আঞ্চলিক আধিকারিক গৌতম দত্ত বলেন, “এরকম তো হবার কথা নয়।খোঁজ নিয়ে দেখছি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রোম জানান, আমাকে বিষয়টি কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।”