AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভয়ঙ্কর দুর্ঘটনা! মাঝ রাস্তায় উল্টে গেল গাড়ি, হুড়মুড়িয়ে পড়ল ভোটের সামগ্রী, ইভিএম

গুরুতর জখম হন পাঁচজন ভোটকর্মী। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital) ভর্তি করা হয়েছে।

ভয়ঙ্কর দুর্ঘটনা! মাঝ রাস্তায় উল্টে গেল গাড়ি, হুড়মুড়িয়ে পড়ল ভোটের সামগ্রী, ইভিএম
ফাইল চিত্র।
| Updated on: Apr 21, 2021 | 7:42 PM
Share

পূর্ব বর্ধমান: ভোট করাতে বুথে যাচ্ছিলেন। মাঝপথে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে ৮ জন ভোটকর্মী। গাড়ি উল্টে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি পাঁচজন। বুধবার কাটোয়া-১ ব্লকের আলমপুরের কাছে ঘটনাটি ঘটে।

ডিসিআরসি (ডিস্ট্রিবিউশন কাম রিসিভিং সেন্টার) থেকে এদিন ভোটকেন্দ্রের পথে রওনা দেন ভোটকর্মীরা। যাওয়ার সময় উল্টে যায় গাড়ি। আহত হন পাঁচজন ভোটকর্মী। পূর্ব বর্ধমানের ইউআইটি বিল্ডিংয়ের ডিসিআরসি থেকে প্রিসাইডিং অফিসার-সহ ৮ জন ভোটকর্মী ভাতারের উদ্দেশে রওনা দেন। ভাতার বিধানসভার কাশীপুর এলাকায় ১৫০ ও ১৫১ নম্বর বুথের জন্য ইভিএম নিয়ে যাচ্ছিলেন তাঁরা। পথে আলমপুরের কাছে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ছুটে আসে দেওয়ানদিঘি থানার পুলিশ। আহত ভোট কর্মীদের মধ্যে ৫ জনের আঘাত গুরুতর। তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেওয়ানদিঘি থানার পুলিশের সহায়তায় অন্য গাড়ির ব্যবস্থা করে বাকিদের ভোট কেন্দ্রে পাঠানো হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনের আধিকারিকরা। আহত ভোটকর্মীদের বদলে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: ৫৩ জনকে নিয়ে মাঝ সমুদ্রে নিখোঁজ নৌসেনার ডুবোজাহাজ!

প্রত্যক্ষদর্শী শেখ জামাই নামে এক যুবক জানান, গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গ্রামের মানুষ ছুটে এসে সবাইকে উদ্ধার করে। অন্যদিকে ভোটকর্মী সুমিত কুমার মণ্ডল বলেন, “বর্ধমান ইউআইটি থেকে সব জিনিসপত্র নিয়ে আমরা আসছিলাম। দুর্ঘটনার তীব্রতায় সবকিছু ছিটকে পড়ে। পাঁচজনের আঘাত গুরুতর।”