Saktigarh Local Train Derailed: ‘লোকো পাইলটে’র ভুলেই কি শক্তিগড়ে লাইনচ্যুত ট্রেন? প্রাথমিক তদন্তে পরিষ্কার কারণ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2023 | 11:48 AM

Saktigarh Local Train Derailed: লোকাল ট্রেনের মতো মালগাড়িটিও লাইনচ্যুত হয়। সকালেও দেখা যায় স্টেশনে বসে রয়েছেন যাত্রীরা। কিন্তু যাত্রীরাই বলছেন আরপিএফ, রেল আধিকারিকদের তরফ থেকে এসে বলা হয়েছে, যাতে কেউ বিক্ষোভ না দেখান।

Saktigarh Local Train Derailed: লোকো পাইলটের ভুলেই কি শক্তিগড়ে লাইনচ্যুত ট্রেন? প্রাথমিক তদন্তে পরিষ্কার কারণ
শক্তিগড়ে রেল দুর্ঘটনা

Follow Us

শক্তিগড়: শক্তিগড় রেল স্টেশনের কাছে দুর্ঘটনায় আসলে চালকেরই দোষ ছিল। অন্ততপক্ষে প্রাথমিকভাবে চালকের গাফিলতিকেই দায়ী করেছে রেল। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সিগন্যাল ও ফাউলিং মার্কের সঙ্গেই নজর এড়িয়ে গিয়েছিল চালকের।

  1. শক্তিগড় রেলস্টেশনে ঢোকার মুখে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত হয় ডাউন বর্ধমান ব্যান্ডেল লোকাল। কিন্তু দুটি ট্রেনেরই গতি কম থাকায় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। লোকাল ট্রেনের মতো মালগাড়িটিও লাইনচ্যুত হয়।
  2. সকালেও দেখা যায় স্টেশনে বসে রয়েছেন যাত্রীরা। কিন্তু যাত্রীরাই বলছেন আরপিএফ, রেল আধিকারিকদের তরফ থেকে এসে বলা হয়েছে, যাতে কেউ বিক্ষোভ না দেখান। সংবাদমাধ্যমের সামনে যাতে কোনও যাত্রী মুখ না খোলেন, সে ব্যাপারেও তাঁদের নিষেধ করে দেওয়া হয়েছে।
  3. আপাতত লাইন মেরামতির কাজ চলছে। বুধবার রাতে শক্তিগড় স্টেশনে ঢোকার ঠিক আগেই বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায় । প্রত্যক্ষদর্শীদের দাবি, বর্ধমানমুখী একটি মালগাড়ি এবং বর্ধমান-ব্যান্ডেল লোকাল একই লাইনে চলে আসে। তবে গতি কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
  4. শক্তিগড় ট্রেন বিভ্রাটের মধ্যেই তারকেশ্বরে আরামবাগ শাখাতেও রেল দুর্ভোগ ওঠে চরমে। তোকিপুর-মায়াপুর স্টেশনের মধ্যে ওভারহেডের তারে যান্ত্রিক গোলযোগ তৈরি হয়। সকাল থেকে বিঘ্নিত হয় পরিষেবা। তারকেশ্বর আরামবাগ লাইনে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল বন্ধ।
  5. ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে বাতিল একাধিক এক্সপ্রেস ট্রেন। বাতিল আপ ও ডাউন হাওড়া-বোলপুর এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-রামপুরহাট এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-আসানসোল এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-মালদহ টাউন এক্সপ্রেস। বাতিল আপ ও ডাউন হাওড়া-রাজেন্দ্রনগর জনশতাব্দী। বাতিল আপ হাওড়া-ধানবাদ এক্সপ্রেস।

 

Next Article