Same Gender Marriage: সমকামী বিয়ে মানতে নারাজ পরিবার, বাড়ি থেকে পালিয়েও মিলল না রেহাই

Same Gender Marriage: এ সম্পর্ক বাড়িতে মেনে নেবে না, আর তাই এ রাজ্য ছেড়ে গত তিন মাস আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তারা। আর তারপরই দুটি পরিবারই থানায় অভিযোগ দায়ারের পর পুলিশ তদন্তে নেমে দুজনকেই অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করে নিয়ে যায়

Same Gender Marriage: সমকামী বিয়ে মানতে নারাজ পরিবার, বাড়ি থেকে পালিয়েও মিলল না রেহাই
সমকামী বিয়েImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 27, 2023 | 5:37 PM

কালনা: কম্পিউটার শেখাত আসত বাড়িতে, স্কুটি নিয়ে। স্কুটি নিয়ে আবার ঘুরতেও বেরত একসঙ্গে। বাড়ির লোক ভাবতেন বান্ধবী। কিন্তু ধীরে ধীরে প্রেম হয় তাদের মধ্যে। তবে আর পাঁচটা সাধারণ প্রেমের মতন ওদের প্রেম নয়, ওরা সমকামী! আর তাই প্রেমের টানে বাড়ি থেকে বহু দূরে গিয়ে ভেবেছিল সংসার বাঁধবেন তাঁরা। সেই মতন বাড়ি থেকে ভিন রাজ্যে অন্ধ্রপ্রদেশে পাড়িও দিয়েছিলেন। সংসার বেঁধে একটি কারখানায় কাজও জুটিয়ে নিয়েছিলেন দু’জনে। কিন্তু বাধ সাধল পরিবার। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ হস্তক্ষেপ করল।

এরপরই পুলিশের হস্তক্ষেপে অন্ধ্রপ্রদেশ থেকে কালনায় ফিরিয়ে নিয়ে আসা হয় এক নাবালিকা ও এক যুবতীকে। সোমবার তাদের পাঠানো হয় কালনা মহকুমা আদালতে। জানা গিয়েছে, কালনা থানার শিকারপুর এলাকার এক যুবতীর সঙ্গে ওমরপুর এলাকার এক নাবালিকা মেয়ের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হওয়ার পরই, প্রথমে বন্ধুত্ব পরবর্তী সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এ সম্পর্ক বাড়িতে মেনে নেবে না, আর তাই এ রাজ্য ছেড়ে গত তিন মাস আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তারা। আর তারপরই দুটি পরিবারই থানায় অভিযোগ দায়ারের পর পুলিশ তদন্তে নেমে দুজনকেই অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করে নিয়ে যায়। তাদের পাঠানো হয় অন্ধ্রপ্রদেশে। পরিবার চায় তাঁদের সন্তান আর পাঁচটা মেয়ের মতন যেন জীবন যাপন করে।

নাবালিকা এখনও তার ভালবাসায় দৃঢ় প্রতিজ্ঞ। সে বলে, “ফেসবুক থেকেই আলাপ। দু’বছরের সম্পর্ক। আমরা চাই একসঙ্গে থাকতে। আমরা বিয়েও করেছি। বিয়ের পর বাড়িতে ফোনও করেছিলাম। কিন্তু পরিবার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। ও আমার প্রতি দুর্বলতা রয়েছে।”