
শক্তিগড়: বেশ কয়েকজন যুবক এসেছিল বাড়ি ভাড়া চাইতে। তাঁরা সকলেই হিন্দিভাষী বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। কিন্তু তাঁদের কথা-বার্তা শুনে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। সঙ্গে-সঙ্গে তাঁরা একাধিক প্রশ্ন করতে শুরু করেন। এরপরই আমতা-আমতা করতে শুরু করেন তাঁরা। স্থানীয় বাসিন্দারা আর কোনও দিকে না তাকিয়ে সোজা ফোন করে পুলিশে। ঠিক তখনই নিজেদের ‘স্বরূপ’ দেখাল ওই যুবকরা।
জানা গিয়েছে, বুধবার সন্ধেয় বাড়ি ভাড়ার জন্য শক্তিগড়ের হীরাগাছি গ্রামে ছ’জন হিন্দিভাষী যুবক যায়। ওই যুবকদের দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দেয়। একই সঙ্গে কোথা থেকে এসেছেন তা জানার জন্য খোঁজ খবর শুরু করতেই চারচাকা নিয়ে পালানোর চেষ্ট করে। কিন্তু সেই সময় রাস্তায় হীরাগাছি রেলগেট পড়ে ছিল। অন্যদিকে রেলগেটের অপর পাড়ে পুলিশ দেখে ‘দুষ্কৃতি’রা গাড়ি ঘুরিয়ে রুদ্ধশ্বাসে পালানোর চেষ্টা করে। সেই সময় একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। তাতে একজন জখম হয়। স্থানীয়দের দাবি, পালানোর সময় গাড়ি থেকেই দুই-থেকে তিন রাউণ্ড শূন্যে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশ তাঁদের ধরার জন্যে গাড়ি নিয়ে পাল্টা ধাওয়া করে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
বিনয় ভূষণ হালদার নামে এক এলাকাবাসী বলেন, “আমার ভাগ্নে সুমন রায়ের বাড়ি ভাড়া নিতে চাইছিল। আমরা প্রশ্ন করতেই পালাচ্ছিল। সেই সময় সামনে একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। ওই গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ওদের কাছে বোলেরো গাড়ি ছিল। প্রায় দু’রাউন্ড মতো গুলি চালাতে-চালাতে পালিয়ে যায়।”