
মন্তেশ্বর: পারিবারিক বিবাদের জেরে খুন। বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বাড়িতে রাখা ধারাল কুড়ুল দিয়ে কোপের পর কোপ। চাঞ্চল্যকর ঘটনবা পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের আকবর নগর এলাকার। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ খবর পেতেই শেষ পর্যন্ত গ্রেফতার ছেলে। নানা ইস্যুতে বাবা জাহিদুল মণ্ডলের সঙ্গে তাঁর বাবা গোলাপ মোস্তফা মণ্ডলের ঝামেলা লেগেই থাকত। কিন্তু সেই বিবাদ যে একদিন মৃত্যু ডেকে আনবে তা ভাবতে পারেননি কেউই।
সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ নিজের ঘরে শুয়ে ছিল গোলাপ। তখনই আমচকা ধারাল কুড়ুল নিয়ে গিয়ে বাবাকে এলোপাথাড়ি কোপাতে থাকে জাহিদুল। রক্তে ভেসে যায় গোটা ঘর। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় গোলাপের। চিৎকার-চেঁচামেচিতে মুহূর্তেই এলাকায় জমে যায় ব্যাপক ভিড়। ছুটে আসেন প্রতিবেশীরা। ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মন্তেশ্বর থানার পুলিশ মন্তেশ্বর থানা পুলিশ। ঘটনাস্থল থেকে গোলাপ মোস্তাফাকে উদ্ধার করে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরাও মৃত বলে ঘোষণা করা হয়। যদিও ঘটনার পরই গ্রেফতার করা হয়েছে ছেলে জাহিদুলকে। তাঁকে জেরা করা হচ্ছে। ঠিক কী কারণে আচমকা এই হামলা, কী নিয়ে বিবাদ চরমে উঠল সবটাই বোঝার চেষ্টা করছে পুলিশ।