Bardhaman: সরকারি পোর্টালে ঢুকে একা-একাই বাতিল হয়ে যাচ্ছে টেন্ডার, পুলিশের কাছে ছুটলেন BDO

Bardhaman: জানা গিয়েছে, গত ১৫ মে বিডিও,সাংসদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়রা ঘটা করে হাসপাতালের ভিতর বহির্বিভাগের অতিরিক্ত ভবনের শিলান্যাস করেন।

Bardhaman: সরকারি পোর্টালে ঢুকে একা-একাই বাতিল হয়ে যাচ্ছে টেন্ডার, পুলিশের কাছে ছুটলেন BDO
বর্ধমানে কী হচ্ছে?Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 03, 2025 | 11:26 PM

বর্ধমান: ট্যাবকাণ্ডের পর এবার আরও এক ঘটনা। বিডিও-র অজান্তেই এবার সরকারি পোর্টালে ঢুকে টেণ্ডার প্রক্রিয়া বাতিল করা হচ্ছে বলে অভিযোগ। দিল কে বা কারা ঘটাচ্ছে এমন কাণ্ড? ধন্দে জেলা প্রশাসন। গোটা বিষয়টি নিয়ে পুলিশের সাইবার থানার দ্বারস্থ হলেন খোদ বিডিও।

জানা গিয়েছে, গত ১৫ মে বিডিও,সাংসদ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়রা ঘটা করে হাসপাতালের ভিতর বহির্বিভাগের অতিরিক্ত ভবনের শিলান্যাস করেন। ঘটনাচক্রে,শিলান্যাসের তারিখেই দরপত্র বাতিল বলে পোর্টাল থেকে মেসেজ পাঠানো হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন মেমারি ১ নম্বর ব্লকের বিডিও শতরূপা দাস।

কাজের বরাত দেওয়ার জন্যে নির্দিষ্ট ঠিকাদারকে চিঠি তৈরি করছিলেন সরকারি আধিকারিকরা। সে দিনই সরকারি পোর্টালের ভিতর ঢুকে মূল দরপত্রটিই ‘বাতিল করে’ দেওয়া হয়। কীভাবে এই ঘটনা সম্ভব তা বুঝে উঠতে পার শতরূপা দাস গত বৃহস্পতিবার মেমারি থানায় সাইবার-প্রতারণার অভিযোগ করেছেন। বিডিও চিঠির প্রতিলিপি দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক, মহকুমাশাসক (বর্ধমান দক্ষিণ) ও মেমারি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিকে। জেলাশাসক আয়েষা রানি এ বলেন, “পুলিশকে জানানো হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।”