Bardhaman Station: নড়েচড়ে বসল প্রশাসন, বর্ধমান স্টেশনে চালু একাধিক নিয়ম

অনেক যাত্রী অভিযোগ তুলেছেন, ফুটওভারব্রিজের পরিকাঠামো পর্যাপ্ত নয়। সিঁড়িগুলো সংকীর্ণ, আর চলন্ত সিঁড়িতে অনেকেই অভ্যস্ত নন। ফলে নতুন নিয়মেও ভিড়জনিত দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। পূর্ব রেলের এক আধিকারিক জানান, এই নতুন নিয়মগুলি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

Bardhaman Station: নড়েচড়ে বসল প্রশাসন, বর্ধমান স্টেশনে চালু একাধিক নিয়ম
বর্ধমান স্টেশনImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2025 | 3:53 PM

বর্ধমান: দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রেল। বর্ধমান স্টেশনে চালু করা হল একাধিক নতুন নিয়ম। সম্প্রতি, বর্ধমান স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। তারপরই টনক নড়ে রেল কর্তৃপক্ষের। স্টেশনে পর্যাপ্ত রেলপুলিশ মোতায়েন করার পাশাপাশি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে একাধিক নতুন নিয়ম।

কী নতুন নির্দেশ এসেছে রেলের?

  • বর্ধমান-হাওড়া মেন লাইন লোকাল এখন থেকে চলবে ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে
  • বর্ধমান-হাওড়া কর্ডলাইন লোকাল নির্দিষ্ট করা হয়েছে ৪ নম্বর প্ল্যাটফর্মে
  •  বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট লোকাল ট্রেন থামবে ৬ ও ৭ নম্বর প্ল্যাটফর্মে
  • আর বর্ধমান-কাটোয়া লোকাল চলবে ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে।
  • পাশাপাশি প্ল্যাটফর্মে ওঠানামার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফুট ওভারব্রিজ, যাতে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখা যায়।
  • তবে দুর্ঘটনার পর এই পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তাদের অভিযোগ, “প্রতিবারই দুর্ঘটনা ঘটার পর রেল কর্তৃপক্ষের তৎপরতা দেখা যায়, কিন্তু কিছুদিন পরেই সব আগের মতো হয়ে যায়।”

অনেক যাত্রী অভিযোগ তুলেছেন, ফুটওভারব্রিজের পরিকাঠামো পর্যাপ্ত নয়। সিঁড়িগুলো সংকীর্ণ, আর চলন্ত সিঁড়িতে অনেকেই অভ্যস্ত নন। ফলে নতুন নিয়মেও ভিড়জনিত দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। পূর্ব রেলের এক আধিকারিক জানান, এই নতুন নিয়মগুলি আপাতত পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রী চলাচলের পরিস্থিতি বিবেচনা করে নোটিশ বোর্ড স্টেশনের বিভিন্ন জায়গায় সাঁটিয়ে দেওয়া হবে।